এক্সপ্লোর
Advertisement
ফের মেয়ের বাবা হলেন জুকেরবার্গ, নাম রাখলেন অগাস্ট
নয়াদিল্লি: ফেসবুক সিইও, দিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় তাঁর ফের বাবা হওয়ার খবরটি ঘোষণা করেছিলেন। সঙ্গে জানিয়েছিলেন তিনি দুমাসের জন্যে প্যাটারনিটি লিভও নেবেন। এই ঘোষণার পরই জুকেরবার্গের ভাবনার প্রশংসা করে বহু মার্কিনবাসী পাল্টা পোস্ট করেন। তাঁদের আক্ষেপ সেখানকার সংস্থাগুলো কর্মীদের সন্তান জন্মের পর পর্যাপ্ত ছুটি দেয় না। সেখানে ফেসবুকের মতো সংস্থা প্যাটারনিটি ও ম্যাটারনিটি লিভ নিয়ে যে আলাদা ভাবে ভাবছে, তারই প্রশংসা করেন বহু নেটিজেন।
এদিকে সেই ঘোষণার কয়েকদিনের মধ্যেই ফের দ্বিতীয়বার বাবা হলেন জুকেরবার্গ। গতকাল নিজেই ফেসবুকে পোস্ট দিয়ে সেই সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন জুকেরবার্গ। আনন্দে আপ্লুত বাবা মেয়ের নাম রেখেছেন অগাস্ট। মনে করা হচ্ছে অগাস্টে জন্মেছে বলেই মেয়ের এই নামকরণ।
ফেসবুকে স্ত্রী প্রিসলিয়া, বড়মেয়ে ম্যাক্সিমা এবং ছোট মেয়ে অগাস্টের ছবি দিয়ে একটি চিঠিও পোস্ট করেছেন জুকেরবার্গ। চিঠিতে তিনি একরত্তি মেয়েকে পৃথিবীর বিভিন্ন ভাল এবং খারাপ দিকের কথা বলেছেন, এবং জানিয়েছেন, জীবনে চলার পথে প্রতিটা মানুষকে কতটা বাধা বিঘ্নের মধ্যে দিয়ে চলতে হয়। এরমধ্যেই ফেসবুক সিইওর পোস্টটি ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। ১.৬ মিলিয়ন লাইক, লক্ষাধিক কমেন্টস এবং ৩৩ হাজারবার শেয়ার হয়েছে।
চিঠিতে জুকেরবার্গ তাঁর ছোট্ট মেয়েকে বলেছেন শৈশবই মানুষের জীবনের সবচেয়ে সুন্দরমুহূর্ত। তিনি তার ছোট্ট মেয়েকে এমন এক পৃথিবী উপহার দিতে চান যেখানে সুশিক্ষা থাকবে, ভাল চিকিত্সা পরিষেবা থাকবে, রোগমুক্ত বিশ্ব হবে। আর সেখানেই সে বড় হয়ে উঠবে। তার বড় হওয়া আগ্রহ নিয়ে দেখতে চান তিনি এবং প্রিসলিয়া। তবে খুব তাড়াতাড়ি অগাস্ট বড় হোক, চান না জুকেরবার্গ দম্পতি। জুকেরবার্গ চান অগাস্ট মাঠে, ঘাটে, ফুলের গন্ধে খেলে বড় হোক। অনেক বই পড়ুক, জ্ঞান বৃদ্ধি করুক। এই প্রজন্মের ব্যাপারে তিনি আশাবাদী, মন্তব্য জুকেরবার্গের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement