ভারতে ৪০ লক্ষের বেশি মানুষ রক্তদানের অঙ্গীকার করেছেন, জানাল ফেসবুক
নিউইয়র্ক: গত অক্টোবর মাসে চালু হওয়া ইস্তক এখনও পর্যন্ত ৪০ লক্ষের বেশি মানুষ ফেসবুকে রক্তদানের অঙ্গীকারবদ্ধ হয়েছেন। জনপ্রিয় এই সোশ্যাল সাইটের তরফে এমনটাই জানান হল।
বুধবার, নিউইয়র্কে দ্বিতীয় বার্ষিক সোশ্যাল গুড ফোরামের অনুষ্ঠানে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী বছরের গোড়ায় ভারতের মতোই বাংলাদেশেও এই প্রচারাভিযান চালু করা হবে। মানুষের সাহায্যে এদিন একগুচ্ছ নতুন উদ্যোগ ও কার্যসম্পাদনের ঘোষণা করে তারা।
এদিন ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট নাওমি গ্লিট জানান, ভারতে বহু মানুষ এই প্রচারে অংশ নিয়েছেন। ইতিমধ্যেই ৪০ লক্ষের বেশি ফেসবুক ব্যবহারকারী রক্তদানে অঙ্গীকারবদ্ধ হয়েছেন।
তিনি জানান, এখন বহুক্ষেত্রে হাসপাতাল, ব্লাড ব্যাঙ্ক ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ফেসবুকে তাদের রক্তদান শিবিরের সূচি সম্পর্কে ঘোষণা করে। নাওমি বলেন, শিবির যেখানে হচ্ছে, তার নিকটবর্তী জায়গায় থাকা ব্যবহারকারীদের ওই অনুষ্ঠান সম্পর্কে অবগত করা হয়।
প্রসঙ্গত, বিশ্বে ভারতেই সবচেয়ে বেশি সংখ্যক মানুষ ফেসবুক ব্যবহার করেন। সংখ্যার বিচারে তা প্রায় ২৪ কোটির বেশি। গত জুলাই মাসে মার্কিন যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের সবচেয়ে বৃহত্তম ফেসবুক ব্যবহারকারী দেশের তকমা পেয়েছে ভারত।