এক্সপ্লোর
পাক শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা-বিতর্কের মধ্যেই বাবা হলেন ফাওয়াদ খান

লাহৌর: উরি হামলার পর সংবাদের শিরোণামে এসেছিলেন বলিউডের পাক অভিনেতা ফাওয়াদ খান। তাঁকে ও মাহিরা খানকে দেশ ছেড়ে যাওয়ার হুমকি দিয়েছিল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)। এরইমধ্যে ফাওয়াদ ফের বাবা হলেন। ফাওয়াদের স্ত্রী সড়াফ কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। ফাওয়াদের ম্যানেজার পাক সংবাদমাধ্যমকে বলেছেন, সন্তানের জন্মের সময় স্ত্রীর সঙ্গেই ছিলেন। মা ও সদ্যোজাত-উভয়েই সুস্থ রয়েছ। ৩৪ বছরের ফাওয়াদ ২০০৫-এ তাঁর ছোটবেলার প্রেমিকা সড়াফকে বিয়ে করেন। তাঁদের প্রথম সন্তান আয়ানের বয়স ছয়। উল্লেখ্য, বলিউডের অন্যতম জনপ্রিয় এই পাকিস্তানি তারকাকে উরি হামলার পর এমএনএস হুমকি দেয়। ফাওয়াদ সহ অন্যান্য পাক শিল্পীদের ভারত ছেড়ে যেতে বলা হয়। পাক শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা জারিরও দাবি তোলে এমএনএস। ইন্ডিয়ান মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন ভারত-পাক সম্পর্কের উত্তেজনা প্রশমিত না হওয়া পর্যন্ত পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞাও জারি করেছে। যদিও এই বিতর্ক নিয়ে বলিউড আড়াআড়িভাবে বিভক্ত। সলমন খান, করণ জোহর, অনুরাগ কাশ্যপের মতো ব্যক্তিত্ব নিষেধাজ্ঞার বিরোধিতা করেছেন। অন্যদিকে, নানা পাটেকর, রণদীপ হুদা, সোনালী বেন্দ্রের মতো তারকারা নিষেধাজ্ঞার পক্ষে সওয়াল করেছেন। করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ দেখা যাবে ফাওয়াদকে। আগামী ২৮ অক্টোবর সিনেমাটির মুক্তি পাওয়ার কথা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















