এক্সপ্লোর
Advertisement
ফরাসি ফার্স্ট লেডি সত্যিই কুত্সিত! কটাক্ষ ব্রাজিলের অর্থমন্ত্রীর
অর্থনীতি সংক্রান্ত এক সভায় গুয়েদেস বলেছেন, প্রেসিডেন্ট যেটা বলেছেন, সেটা ঠিকই। ওই মহিলা সত্যিই কুতসিত, খারাপ দেখতে!
রিও ডি জেনেইরো: অ্যামাজনের রেন ফরেস্টের আগুন নিয়ে সম্প্রতি তীব্র বিরোধ হয়েছে ব্রাজিল, ফ্রান্সের। বিশ্ব পরিবেশের ভারসাম্য রক্ষায় বিরাট গুরুত্বপূর্ণ দুনিয়ার সবচেয়ে বড় রেনফরেস্টে আগুন মোকাবিলায় ব্রাজিলের প্রেসিডেন্ট জেয়ার বোলসোনারোর ভূমিকার সমালোচনা করেছে ফ্রান্স। এই আবহেই এবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রঁর স্ত্রী ব্রিজিত মাক্রঁ সম্পর্কে কটাক্ষ করলেন ব্রাজিলের অর্থমন্ত্রী পাওলো গুয়েদেস। ব্রিজিতের চেহারা নিয়ে বোলসোনারোর সাম্প্রতিক মন্তব্য সমর্থন করেছেন তিনি। অর্থনীতি সংক্রান্ত এক সভায় গুয়েদেস বলেছেন, প্রেসিডেন্ট যেটা বলেছেন, সেটা ঠিকই। ওই মহিলা সত্যিই কুতসিত, খারাপ দেখতে! পরে অবশ্য বিবৃতি দিয়ে গুয়েদেসের এক উপদেষ্টা জানান, প্রকাশ্য অনুষ্ঠানে ফরাসি ফার্স্ট লেডির উল্লেখ করে রসিকতার জন্য ক্ষমাপ্রার্থনা করেছেন তিনি।
সম্প্রতি একটি ফেসবুক পোস্টে বলার চেষ্টা হয়, ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল মাক্রঁর স্ত্রী বোলসোনারোর স্ত্রী মিশেলের মতো আকর্ষণীয় নন। পোস্টে দুই ফার্স্ট লেডির ছবির পাশে লেখা ছিল, এবার বুঝতে পারছেন কেন বোলসোনারোকে নিশানা করছেন মাক্রঁ! আর বোলসোনারোর প্রতিক্রিয়ায় এতে সমর্থনেরই ইঙ্গিত মেলে। বোলসোনারো লেখেন, ‘এই লোকটাকে অপমান কোরো না, হা হা!’ এজন্য তুমুল সমালোচনা হয় বোলসোনারোর। তাঁর আচরণ ‘অস্বাভাবিক রূঢ়’, বলেন খোদ ফরাসি প্রেসিডেন্ট। পরে বোলসোনারো সেই কমেন্ট মুছেও দেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
খবর
Advertisement