(Source: ECI/ABP News/ABP Majha)
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ‘টার্মিনেটর’ গোতাবয় রাজাপক্ষে, অভিনন্দন মোদির, শপথগ্রহণ সোমবার
১০ বছর আগে, তাঁর নেতৃত্বেই দেশ থেকে নির্মূল হয়েছিল তামিল টাইগার্স-রা।
কলম্বো: ১০ বছর আগে, তাঁর নেতৃত্বেই দেশ থেকে নির্মূল হয়েছিল তামিল টাইগার্স-রা। এবার, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নির্বাচনে বিপক্ষকে দুরমুশ করে বিপুলভাবে জয়ী হলেন গোতাবয় রাজাপক্ষে। শ্রীলঙ্কা সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল গোতাবয়কে তাঁর পরিবারের সদস্যরাই ‘টার্মিনেটর’ বলে উল্লেখ করেন। ৫৪ শতাংশ ভোট পেয়ে শাসক দলের প্রার্থী সজিত প্রেমদাসাকে হারিয়ে জয় নিশ্চিত করলেন গোতাবয়। তাঁর মুখপাত্র বলেন, এটা পরিষ্কার আমরা জয় অর্জন করেছি। গোতাবয় পরবর্তী প্রেসিডেন্ট হবেন, আমরা খুশি। সম্ভবত আগামীকাল বা তার পরের দিনই তিনি শপথগ্রহণ করবেন। প্রসঙ্গত, গোতাবয় হলেন মহিন্দ রাজাপক্ষের ছোট ভাই, যিনি ২০০৫-১৫ সাল পর্যন্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ছিলেন। সিংহলী-অধ্যুষিত অঞ্চলে বেশি ভোট পেয়েছেন রাজাপক্ষে। অন্যদিকে, তামিল-অধ্যুষিত অঞ্চলের মানুষ বেছেছিলেন প্রেমদাসাকে। এবারের ভোটে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে দেশে সাম্প্রতিককালে ঘটে যাওয়া ধারাবাহিক জঙ্গি-বিস্ফোরণ। সাত মাস আগে, ২১ এপ্রিল সন্ত্রাস হানায় এই দ্বীপরাষ্ট্রে মৃত্যু হয়েছিল ২৬৯ জনের। তিনটি গির্জা ও সমসংখ্যক বিলাসবহুল হোটেলকে টার্গেট করেছিল জঙ্গিরা। ওই হামলায় ৪৫ বিদেশিরও মৃত্যু হয়েছিল। প্রচারে ধর্মীয়-চরমপন্থাকে নির্মূল করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ৭০ বছর-বয়সী প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী রাজাপক্ষে। মানুষ তাঁর অবস্থান ও ভাবমূর্তিতেই আস্থা রাখেন। দেশের শাসক দল (নিউ ডেমোক্র্যাটিক ফ্রন্ট)-এর প্রার্থী তথা প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিঙ্ঘের ডেপুটি সজিত প্রেমদাসাকে হারিয়ে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলেন। হার স্বীকার করে নিজের পদ থেকে ইস্তফার সিদ্ধান্ত নিয়েছেন সজিত প্রেমদাসা।
I also congratulate the people of Sri Lanka for the successful conduct of the elections.
— Narendra Modi (@narendramodi) November 17, 2019
I also congratulate the people of Sri Lanka for the successful conduct of the elections.
— Narendra Modi (@narendramodi) November 17, 2019
শ্রীলঙ্কার ভাবী প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেনদ্র মোদি। টুইটারে মোদি লেখেন, প্রেসিডেন্ট নির্বাচন জয়ের জন্য আপনাকে শুভেচ্ছা। দুই দেশ ও নাগরিকদের মধ্যে সৌভাতৃত্বের সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে আপনার সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছি। সফল নির্বাচনের জন্য শ্রীলঙ্কাবাসীকেও অভিনন্দন জানিয়েছেন মোদি।