এক্সপ্লোর
Advertisement
হ্যারিকেন ইরমার দাপটে ফ্লোরিডায় মৃত ৩, উদ্ধারকার্যে সাহায্য ভারতীয় দূতাবাসের
ওয়াশিংটন: হ্যারিকেন ইরমার দাপটে লণ্ডভণ্ড মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা। তছনছ হয়ে গিয়েছে একাধিক শহর। ভেঙে পড়েছে অসংখ্য বাড়ি। গৃহহীন হয়ে পড়েছন লক্ষাধিক মানুষ। সরকারিভাবে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৩। আগেভাগে বহু মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে গিয়েছিল মার্কিন প্রশাসন। তাঁদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী লক্ষাধিক ভারতীয় রয়েছেন। ইরমা আছড়ে পড়ার আগেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের সেন্ট মার্টিন্স দ্বীপ থেকে সরানো হয় ৬০ জন ভারতীয় পর্যটককে। কয়েকজনের ক্ষেত্রে ভিসা সংক্রান্ত সমস্যা থাকলেও, জট কাটাতে মার্কিন প্রশাসনের সঙ্গে প্রতি মুহূর্তে যোগযোগ রেখে চলছে ভারতীয় দূতাবাস।
Helpline number for Hurricane Irma @IndianEmbassyUS is 202 258 8819 @MEAIndia @SushmaSwaraj @IndiaPassportDC @IndiaVisaDC pic.twitter.com/7TqO9t0hDK
— India in USA (@IndianEmbassyUS) September 9, 2017
ঘণ্টায় ২১০ কিমি বেগে ফ্লোরিডার উপকূলে আছড়ে পড়ে ইরমা। পরে অবশ্য ঝড়ের দাপট সামান্য কমে। যদিও হ্যারিকেন পূর্বাভাস কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, জীবন ও সম্পত্তি হানির আশঙ্কা রয়েছে। তিনজনেরই মৃত্যু হয়েছে পথ দুর্ঘটনায়। ৬৩ লক্ষেরও বেশি মানুষকে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তাঁদের মধ্যে লক্ষাধিক ভারতীয়ও ছিলেন। ভারতীয় দূতাবাস ২৪ ঘণ্টার হেল্পলাইন নম্বর চালু করেছে। ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য আটলান্টায় গিয়েছেন আধিকারিকরা। নিউ ইয়র্কে ভারতের কনসাল জেনারেল সন্দীপ চক্রবর্তী আটলান্টায় গিয়ে ত্রাণের বিষয়টি দেখভাল করছেন। ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় রাষ্ট্রদূত নভতেজ সরনাও পরিস্থিতির উপর নজর রাখছেন।
Atlanta Community Organisations ready to provide shelter to those evacuating from Florida. Those in need pl. contact @CGI_Atlanta.
— India in Atlanta (@CGI_Atlanta) September 10, 2017
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
বাংলাদেশ
জেলার
Advertisement