এক্সপ্লোর
'আমি বাঁচতে চাই', আইএস ডেরায় বন্দি মার্কিন মহিলার বাঁচার কাতর আর্জি জানানো ভিডিও প্রকাশিত, দেখুন
!['আমি বাঁচতে চাই', আইএস ডেরায় বন্দি মার্কিন মহিলার বাঁচার কাতর আর্জি জানানো ভিডিও প্রকাশিত, দেখুন I Need Your Help Shocking Video Of Us Woman Raped Tortured By Isis Emerges 'আমি বাঁচতে চাই', আইএস ডেরায় বন্দি মার্কিন মহিলার বাঁচার কাতর আর্জি জানানো ভিডিও প্রকাশিত, দেখুন](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/08/26064339/Untitled1-270x202.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
লন্ডন: কেলা মুলার, মার্কিন এই মহিলাকে অপহরণ করে নিয়ে গিয়ে জোর করে বিয়ে দিয়ে দেওয়া হয় আইএস প্রধান আবু বকর আল বাগদাদির সঙ্গে। তারপর সেই মার্কিন মহিলার ওপর শুরু হয় আইএস জঙ্গিদের অকথ্য অত্যাচার। সম্প্রতি প্রকাশ্যে এসেছে অত্যাচারের লাইভ ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে কোনও এক বিমানহানার আগে বাঁচার জন্যে কাতর আর্জি জানিয়েছিলেন কেলা। কিন্তু শেষপর্যন্ত কোনও আর্জিই শোনা হয়নি তাঁর।
মার্কিন মহিলার সেই অত্যাচারের ভিডিওটি আইএস জঙ্গিদের তরফেই কেলার বাবা-মায়ের কাছে পাঠানো হয়। ভিডিওটির নাম ‘প্রুফ অফ লাইফ’। ভিডিওটি পরে কেলার মা-বাবা এবিসি টিভি চ্যানেলে পাঠিয়ে দেন।
ভিডিওতে দেখা গেছে কেলা বাঁচার জন্যে কাতর আর্জি জানাচ্ছেন, এবং বলছেন এখানে পরিস্থিতি ভয়াবহ।
ভিডিওতে কেলা আরও বলছেন, 'আমাকে এখানে দীর্ঘদিন ধরে আটকে রাখা হয়েছে। আমি অসুস্থবোধ করছি।'
এই ভিডিও দেখার পর স্বাভাবিকভাবেই ভেঙে পড়েন কেলার মা-বাবা। কেলার মায়ের কথায় তাঁর মেয়ে মানসিকভাবে খুবই কঠিন। কিন্তু দীর্ঘদিনের অত্যাচার তাঁকে একেবারেই ভেঙে দিয়েছিল ভেতর থেকে।
কেলা একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৩ সালে অগাস্ট মাসে তাঁকে সিরিয়ার অ্যালেপো থেকে অপহরণ করে আইএস জঙ্গি গোষ্ঠী।
দেখুন কেলার সেই করুণ ভিডিও
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)