এক্সপ্লোর
Advertisement
কাল কুলভূষণ মামলার রায় দিতে চলেছে আন্তর্জাতিক আদালত
কুলভূষণের মৃত্যুদণ্ড খারিজের দাবিতে ২০১৭ সালের ৮ মে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয় ভারত।
দ্য হেগ: আগামীকাল কুলভূষণ যাদব মামলার রায় দিতে চলেছে আন্তর্জাতিক ন্যায় আদালত। দ্য হেগের পিস প্যালেসে আগামীকাল ভারতীয় সময় অনুযায়ী সন্ধে সাড়ে ৬টায় রায় ঘোষণা করবেন বিচারপতি আবদুলকাবি আহমেদ ইউসুফ। ভারতের আশা, আন্তর্জাতিক আদালতের রায় কুলভূষণের পক্ষেই যাবে।
ভারতীয় নৌবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার কুলভূষণকে চরবৃত্তি ও সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মৃত্যুদণ্ড দেয় পাকিস্তানের সামরিক আদালত। ভারত পাল্টা দাবি করে, ভিয়েনা সম্মেলনের ঘোষণাপত্র মানছে না পাকিস্তান। কুলভূষণের সঙ্গে ভারতীয় দূতাবাসের আধিকারিকদের দেখা করতে দেওয়া হয়নি। কুলভূষণ নির্দোষ বলেও দাবি করে ভারত।
কুলভূষণের মৃত্যুদণ্ড খারিজের দাবিতে ২০১৭ সালের ৮ মে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয় ভারত। আইনজীবী হরিশ সালভে দাবি করেন, ইরানে ব্যবসা সংক্রান্ত কাজে যাওয়া কুলভূষণকে অপহরণ করে পাকিস্তান। এরপর দাবি করা হয়, তাঁকে বালোচিস্তান থেকে গ্রেফতার করা হয়েছে। কুলভূষণের স্বীকারোক্তি নিয়েও প্রশ্ন তোলেন সালভে। তিনি মৃত্যুদণ্ড খারিজের আবেদন জানান। পাকিস্তানের পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়, কুলভূষণের মৃত্যুদণ্ড বহাল রাখতে হবে। কাল সেই মামলার রায় দেবে আন্তর্জাতিক আদালত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement