(Source: Poll of Polls)
‘আঘাত আসলে পাল্টা প্রত্যাঘাত, ইরানের ৫২টি জায়াগা টার্গেট করে রেখেছে আমেরিকা’, হুঁশিয়ারি ট্রাম্পের
ওয়াশিংটনের তরফে জানানো হয়, এই কাসিম সোলেমানিই ৬০৩ জন মার্কিন সেনার মৃত্যুর জন্য দায়ী।
ওয়াশিংটন: আমেরিকার কোনও নাগরিক কিংবা মার্কিন সম্পত্তির ওপর যদি কোনও রকম আঘাত করা হয়, তাহলে পাল্টা প্রত্যাঘাত করা হবে। রবিবার ইরানকে হুঁশিয়ারি দিয়ে ট্যুইট করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোরের কাডস ফোর্সের কমান্ডার কাসিম সোলেমানির হত্যার পর থেকেই ইরান ও আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তাপ ক্রমশ বাড়ছে। ওয়াশিংটনের তরফে জানানো হয়, এই কাসিম সোলেমানিই ৬০৩ জন মার্কিন সেনার মৃত্যুর জন্য দায়ী। শুধু তাই নয়, ইরাকেও হাজারের ওপর মৃত্যুর নেপথ্যে রয়েছেন এই কমান্ডার।
....targeted 52 Iranian sites (representing the 52 American hostages taken by Iran many years ago), some at a very high level & important to Iran & the Iranian culture, and those targets, and Iran itself, WILL BE HIT VERY FAST AND VERY HARD. The USA wants no more threats!
— Donald J. Trump (@realDonaldTrump) January 4, 2020
মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ দফতর ট্যুইটে জানায়, “কাসিম সোলেমানি ৬০৩ জন মার্কিন সেনার মৃত্যুর জন্য দায়ী। ২০০৩ থেকে ২০১১ পর্যন্ত ইরাকে যত মার্কিন সেনার মৃত্যু হয়েছে, তার ১৭ শতাংশ মৃত্যুর জন্য দায়ী ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোরের কাডস ফোর্স।” এমনকি ইরাকে প্রশাসনের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনকারীদের হত্যার পিছনেও ছিলেন এই ইরানি নেতা। আর এই কাজে তাঁর সঙ্গে দিয়েছিলেন আবু মাহদি আল-মুহান্দিস। সোলেমানির হত্যার সপক্ষে যুক্তি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “যুদ্ধ শুরু করার জন্য নয়, বরং যুদ্ধ বন্ধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”
কাসিম সোলেমানির হত্যার পর থেকে স্বাভাবিকভাবেই ফুঁসছে ইরান। যেকোনও সময় তারা আমেরিকার ওপর হামলা চালাতে পারে। খোদ মার্কিন প্রেসিডেন্টও যা নিয়ে চিন্তিত। রবিবার সেই আশঙ্কা থেকেই পাল্টা প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়ে রাখলেন ডোনাল্ড ট্রাম্প।
এদিন ট্যুইটে ট্রাম্প লেখেন, “কোনও মার্কিন নাগরিক কিংবা মার্কিন সম্পত্তির ওপর ইরান আঘাত করলে পাল্টা প্রত্যাঘাত করা হবে। আমেরিকা ইরানের ৫২টি জায়গা টার্গেট করে রাখা হয়েছে। হামলা হলেই পাল্টা প্রত্যাঘাত করা হবে এবং তা হবে খুব দ্রুত।”