এক্সপ্লোর
Advertisement
ভারত তাঁর শান্তির প্রয়াসে সাড়া দিচ্ছে না, অভিযোগ ইমরানের, বললেন, পরমাণু অস্ত্রধারী দেশের মধ্যে যুদ্ধবিগ্রহ আত্মহত্যার সামিল
ইসলামাবাদ: ভারত তাঁর শান্তির প্রয়াসে সাড়া দিচ্ছে না বলে অভিযোগ ইমরান খানের। পাকিস্তানি প্রধানমন্ত্রীর দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সূত্রের খবর, তুরস্কের একটি সংবাদ সংস্থাকে তিনি বলেছেন, ভারত ও পাকিস্তানের মতো দুটি পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে কোনও যুদ্ধ লেগে গেলে উভয়ের পক্ষেই তা হবে আত্মঘাতী।
ভারতের সঙ্গে আবারও আলোচনার বাসনা প্রকাশ করেন তিনি। ইমরান দুদেশের মধ্যে ঠান্ডা যুদ্ধও তাদের স্বার্থের পক্ষে শুভ নয় বলে অভিমত জানান। তাঁকে উদ্ধৃত করে পিটিআই বলেছে, দুটি পরমাণু শক্তিধর দেশের যুদ্ধের কথা চিন্তা করাই উচিত নয়, এমনকী ঠান্ডা যুদ্ধও নয়, কেননা তা যে কোনও সময় খারাপ দিকে মোড় নিতে পারে। দ্বিপাক্ষিক আলোচনাই একমাত্র রাস্তা। দুটি পরমাণু অস্ত্রধারী দেশের মধ্যে যুদ্ধবিগ্রহ আত্মহত্যার সামিল।
ভারত বরাবর বলে আসছে, সন্ত্রাস আর আলোচনা একসঙ্গে চলতে পারে না। কিন্তু ইমরানের দাবি, ভারতকে বলা হয়েছিল, তারা শান্তির জন্য এক পা এগলে আমরা দু পা এগব। কিন্তু ভারত অনেকবারই পাকিস্তানের আলোচনার প্রস্তাব খারিজ করেছে।
ভারত কাশ্মীরী জনতার অধিকার কখনও দমিয়ে রাখতে সফল হবে না বলেও ইমরান হুঁশিয়ারি দেন।
ভারত, পাকিস্তান সম্পর্ক মার খায় ২০১৬-য় পাকিস্তানে ঘাঁটি গাড়া সন্ত্রাসবাদীদের হামলা ও পাক অধিকৃত কাশ্মীরে ভারতের সার্জিক্যাল হামলার পর। ২০১৭-য় সম্পর্কের আরও অবনতি হয়, কোনও দ্বিপাক্ষিক আলোচনা হয়নি দুদেশের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement