এক্সপ্লোর
ফোনে চেঁচিয়ে কথা বলায় বিবাদ, দুবাইয়ে রুমমেটকে ছুরি মেরে খুনে কাঠগড়ায় ভারতীয় যুবক
দুবাই: মোবাইল ফোনে চেঁচিয়ে কথা বলায় রুমমেটকে খুন করার অভিযোগে দুবাইয়ের আদালতে হত্যার চার্জ আনা হল ভারতীয় যুবকের বিরুদ্ধে। দি খালিজ টাইমস-এর রিপোর্ট, ৩৭ বছর বয়সি ওই নির্মাণকর্মীকে হত্যা ও লাইসেন্স ছাড়া মদ্যপানে অভিযুক্ত করা হয়েছে। আল কুসেইস এলাকায় গত ৩০ মার্চ রুমমেটের ফেয়ারওয়েল পার্টিতে মাতাল অবস্থায় তাঁকে ছুরি মারেন তিনি। রুমমেট মারাত্মক জখম হন। রুমমেটের দেশে ফেরার কথা ছিল।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে বলা হয়েছে, পার্টিতে রুমমেট জোরে জোরে মোবাইলে কথা বলায় তাঁর সঙ্গে কথাকাটাকাটি হয় ক্ষিপ্ত ভারতীয় যুবকের। বিছানার নীচ থেকে ছুরি বের করে রুমমেটের তলপেটে কোপ মারেন তিনি। তারপর ছুরিটা টেনে বের করে ছুটে বেরিয়ে যান। ওই বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, পোশাকের নীচে ছুরিটা লুকিয়ে তিনি রেস্টরুমে ঢুকছেন, সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন সেটি ছাড়া।
ফরেনসিক পরীক্ষার রির্পোটে প্রকাশ, গভীর ক্ষত থেকে প্রচুর রক্তক্ষরণের ফলে মৃত্যু হয়েছে রুমমেটের।
৭ অক্টোবর পর্যন্ত বিচার প্রক্রিয়া স্থগিত রেখেছে আদালত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
খবর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement