এক্সপ্লোর
Advertisement
আমেরিকায় ফের খুন ভারতীয় যুবক, তদন্ত চলছে, ট্যুইট বিদেশমন্ত্রীর
ওয়াশিংটন: মার্কিন যুক্তরাষ্ট্রে ফের খুন হলেন এক ভারতীয়। ওয়াশিংটনে একটি গ্যাস স্টেশনের মধ্যে একটি দোকানে ঢুকে দুই মুখোশধারী দুষ্কৃতী গুলি করে খুন করেছে বিক্রম জরিয়াল (২৬) নামে ওই যুবককে। তিনি পঞ্জাবের হোসিয়ারপুরের বাসিন্দা ছিলেন। মাত্র ২৫ দিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন বিক্রম। কিন্তু এরই মধ্যে তাঁর মর্মান্তিক পরিণতি হল।
I have received a report on the shootout incident resulting in the tragic death of Indian national Vikram Jaryal in Washington State USA./1
— Sushma Swaraj (@SushmaSwaraj) April 8, 2017
বিক্রমের মৃত্যুর তদন্ত শুরু হয়েছে বলে ট্যুইট করে জানিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি বলেছেন, তদন্তকারী সংস্থার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে। হত্যাকারীদের গ্রেফতার করার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।The victim was only 26 years old and had reached US only 25 days back. He was working at the gas station of a family friend. /2
— Sushma Swaraj (@SushmaSwaraj) April 8, 2017
স্থানীয় পুলিশ সূত্রে খবর, নিহত বিক্রম ওই দোকানে কাজ করতেন। দুই মুখোশধারী অর্থ লুঠের উদ্দেশ্যে ওই দোকানে যায়। তাদের দাবি অনুযায়ী অর্থ দিয়েও দেন বিক্রম। কিন্তু তা সত্ত্বেও তাঁকে গুলি করে এক দুষ্কৃতী। এরপর তারা পালায়। হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিক্রমকে। কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।We are coordinating with the investigative agencies. They have got the CCTV footage and are in the process of apprehending the culprits. /4
— Sushma Swaraj (@SushmaSwaraj) April 8, 2017
ইয়াকিমা পুলিশ বিভাগের আধিকারিক মাইক বাস্তিনেলি বলেছেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, ওই দোকানের কোনও কর্মীর সঙ্গে দুষ্কৃতীদের যোগসাজশ ছিল। নজরদারি ক্যামেরায় যে দু জনকে পালিয়ে যেতে দেখা গিয়েছে, তাদের মধ্যে একজনকে খুব চেনা মনে হচ্ছে। যে দুষ্কৃতী বিক্রমকে গুলি করেছে, সে কালো পোশাক পরে ছিল। নিহত বিক্রম পুলিশকর্মীদের ঘটনার কথা জানাতে পারতেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়। তবে সব তথ্য-প্রমাণ জোগাড় করে দুষ্কৃতীদের গ্রেফতার করার চেষ্টা চলছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement