এক্সপ্লোর
ক্যাবে বমি করতে বারণ করায় অস্ট্রেলিয়ায় ভারতীয় ট্যাক্সি চালককে কিল, চড়, ঘুষি....
![ক্যাবে বমি করতে বারণ করায় অস্ট্রেলিয়ায় ভারতীয় ট্যাক্সি চালককে কিল, চড়, ঘুষি.... Indian Taxi Driver Assaulted Abused In Australia ক্যাবে বমি করতে বারণ করায় অস্ট্রেলিয়ায় ভারতীয় ট্যাক্সি চালককে কিল, চড়, ঘুষি....](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/05/22122654/Untitled4.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ছবি সৌজন্যে এএনআই-এর টুইটার হ্যান্ডেল
মেলবোর্ন: বর্ণ বিদ্বেষের শিকার। অস্ট্রেলিয়ায় প্রকাশ্য রাস্তায় ফেলে ২৫ বছরের এক ভারতীয় ট্যাক্সি চালককে বেধড়ক মার। তাঁকে রাস্তার ধার থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। এই মারধরের ঘটনায় এক মহিলা যাত্রীরও অভিযুক্ত থাকার খবর পাওয়া গিয়েছে।
হসপিটালিটি সংক্রান্ত বিষয়ে নিয়ে পড়াশোনা করার জন্যে অস্ট্রেলিয়ায় থাকেন পরদ্বীপ সিংহ। শনিবার রাতে ট্যাক্সি চালানোর সময় তাঁকে স্যান্ডি ম্যাক ডোনাল্ডস বে-র কাছে হেনস্থা করেন কয়েকজন অস্ট্রেলিয় যাঁরা তাঁর ট্যাক্সিতে উঠেছিলেন।
প্রসঙ্গত, এক মহিলা যাত্রী ট্যাক্সির মধ্যে বমি করতে চাইছিলেন। তখন পরদ্বীপ তাঁকে বলেন, যদি তাঁরা ট্যাক্সি নোঙরা করেন, তাহলে তাঁদেরই পরিস্কার করতে হবে। এরপরই শুরু হয় বচসা। তখন ওই যাত্রীরা হুমকি দেন তাঁরা ট্যাক্সিও নোঙরা করবেন, ভাড়াও দেবেন না, সঙ্গে বর্ণ বিদ্বেষমূলক মন্তব্যও করেন। সঙ্গে শুরু হয় কিল, চড়, ঘুষি। এই নিয়ে এবছরে এটা তৃতীয়বার যখন ভারতীয়রা অস্ট্রেলিয়ার রাজপথের আক্রমণের মুখে পড়ল। এই ঘটনার পর আর সেখানে ট্যাক্সি চালাবেন না বলে জানিয়েছেন পরদ্বীপ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খুঁটিনাটি
জেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)