এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
দাদার বেআইনি অর্থ লেনদেনে সাহায্য, সোনা-মুক্তো সরিয়ে ফেলার অভিযোগ, এবার নীরবের ভাই নেহালের বিরুদ্ধেও ইন্টারপোলের রেড নোটিস
নেহালের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিস জারি হওয়ার ব্যাপারে এক পদস্থ অফিসার জানিয়েছেন, ৪০ বছরের নেহালকে ইন্টারপোলের ওয়ান্টেড তালিকায় ফেলা হয়েছে, যার মানে তার ১৯০টি সদস্য দেশের আইন প্রয়োগকারী এজেন্সিগুলি এবার তাঁকে খুঁজে বের করে গ্রেফতার করতে পারবে।
নয়াদিল্লি: এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) অনুরোধ মেনে বহু কোটি টাকার পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় অভিযুক্ত নীরব মোদির ভাই নেহাল মোদির বিরুদ্ধে লাল নোটিস দিল ইন্টারপোল। হিরে ব্যবসায়ী দাদার বেআইনি আর্থিক লেনদেনে সাহায্য, ভারতীয় তদন্ত এজেন্সিগুলি ২০০ কোটি মার্কিন ডলার অর্থমূল্যের কেলেঙ্কারির ব্যাপারে তাঁর বিরুদ্ধে তদন্ত নামার পর তথ্যপ্রমাণ নষ্টের অভিযোগে পদক্ষেপ করা হল নেহালের বিরুদ্ধে, যিনি বেলজিয়ামের নাগরিক, তবে বর্তমানে আমেরিকায় আছেন বলে জনৈক ইডি কর্তার দাবি। নেহালের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিস জারি হওয়ার ব্যাপারে এক পদস্থ অফিসার জানিয়েছেন, ৪০ বছরের নেহালকে ইন্টারপোলের ওয়ান্টেড তালিকায় ফেলা হয়েছে, যার মানে তার ১৯০টি সদস্য দেশের আইন প্রয়োগকারী এজেন্সিগুলি এবার তাঁকে খুঁজে বের করে গ্রেফতার করতে পারবে।
নেহালের বিরুদ্ধে আরও অভিযোগ, তিনি নীরবের দুবাইয়ের অফিস থেকে সোনাদানা ও হংকঙের দপ্তর থেকে মুক্তো সরিয়ে ফেলেছেন যাতে তদন্তকারী সংস্থাগুলি সেগুলি খুঁজে না পায়।
ইডি আদালতে পেশ করা অভিযোগনামায় বলেছিল, নেহাল দুবাই, হংকঙের সব ডামি ডিরেক্টরের সেলফোন নষ্ট করে ফেলেছেন, তাদের কায়রো যাওয়ার বিমানের টিকিটের ব্যবস্থা করেছেন।
নীরব, তাঁর বোন পূরবী মেহতা ও মামা মেহুল চোকসির বিরুদ্ধে আগেই ইন্টারপোলের রেড নোটিস জারি হয়েছে। নীরব বর্তমানে ব্রিটেনের জেলে আছেন। তাঁকে ভারতে প্রত্যর্পণের মাধ্যমে নিয়ে আসার চেষ্টা চলছে।
নীরবের বিরুদ্ধে মূল মামলার অভিযোগ, জাল লেটার অব আন্ডারস্ট্যান্ডিং ও ফরেন লেটার্স অব ক্রেডিট ইস্যু করিয়ে ১৩০০০ কোটি টাকার বেশি ঋণ নিয়ে পিএনবির বিপুল লোকসান করানো। অভিযোগ, একাজে তাঁর শরিক ছিলেন মামা মেহুল, কিছু ব্যাঙ্ককর্তা ও সরকারি অফিসার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement