এক্সপ্লোর
Advertisement
মসুল আইএস মুক্ত, জয় ঘোষণা ইরাকের প্রধানমন্ত্রীর
মসুল: ইরাকের মসুল শহরে আর আইএস-এর কোনও ক্ষমতা নেই। এই জঙ্গিগোষ্ঠীকে পর্যুদস্ত করে দিয়েছেন নিরাপত্তারক্ষীরা। এই ঘোষণা করেছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি। তিনি মুক্ত হওয়া শহর মসুলে গিয়ে সেনাবাহিনী এবং সাধারণ মানুষকে অভিনন্দন জানিয়েছেন।
PM Al-Abadi arrives in Mosul to announce its liberation and congratulate the armed forces and Iraqi people on this victory pic.twitter.com/bUtkj7z88A
— Haider Al-Abadi (@HaiderAlAbadi) July 9, 2017
প্রায় ৯ মাস ধরে মসুলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে আইএস-এর যুদ্ধ চলেছে। তিন বছর আগে এই শহরের দখল নিয়েছিল আইএস। এতদিন পরে তাদের হাত থেকে মসুল পুনরুদ্ধার করল ইরাকের সেনাবাহিনী। প্রধানমন্ত্রীর দফতর যখন জয় ঘোষণা করেছে, তখনও অবশ্য মসুলের বিভিন্ন প্রান্তে গোলাগুলি ও বিমানহানার খবর মিলেছে। তবে আইএস যে মসুলের দখল হারিয়েছে, সে বিষয়ে কোনও সংশয় নেই।
ইরাকের পাশাপাশি সিরিয়াতেও মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সেনা জোটের আক্রমণে ক্রমশঃ জমি হারাচ্ছে আইএস। গত বছরের অক্টোবর থেকে মসুল পুনরুদ্ধারে ঝাঁপায় ইরাকের সেনাবাহিনী। এ বছরের জানুয়ারিতে মসুলের পূর্বদিক দখল করার পর ফেব্রুয়ারি থেকে পশ্চিম দিক দখলের লক্ষ্যে লড়াই শুরু করে সেনাবাহিনী। প্রাণ বাঁচাতে পালাতে শুরু করেছে জঙ্গিরা। তাদের হত্যা করছে সেনাবাহিনী। এখনও পর্যন্ত ৩০ জন জঙ্গিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইরাকের সেনাবাহিনী। সিরিয়ার রাকা শহরেও পিছু হঠতে বাধ্য হচ্ছে আইএস।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement