এক্সপ্লোর
Advertisement
পাক বিদেশসচিবের সঙ্গে দেখা করবেন ভারতীয় হাইকমিশনার, কুলভূষণের হয়ে মামলা লড়লে ব্যবস্থা, আইনজীবীদের হুঁশিয়ারি লাহোর হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের
লাহোর: কুলভূষণ যাদবকে আইনি সাহায্য দেবে না লাহোরের আইনজীবীদের সংগঠন। লাহোর হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত, কোনও আইনজীবী পাকিস্তানে চরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নাগরিক কুলভূষণের হয়ে মামলা লড়লে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সেই আইনজীবীর সদস্যপদ বাতিল হবে। সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব পাশ হয়েছে বলে জানিয়েছেন বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল আমির সঈদ রান।
পাশাপাশি কুলভূষণের ক্ষেত্রে যে কোনও বিদেশি চাপের কাছে মাথা নত না করার জন্যও পাক সরকারের কাছে আবেদন জানিয়েছে বার অ্যাসোসিয়েশন। রান বলেছেন, ভারত মেনে নিয়েছে, কুলভূষণ তাদের নাগরিক। তাকে ছেড়ে দেওয়ার জন্য পাকিস্তানকে চাপও দিচ্ছে ভারত। আমাদের দাবি, পাকিস্তানিদের জীবন নিয়ে ছিনিমিনি করা ভারতীয় চরকে রেহাই দেওয়া চলবে না। সরকার সুনিশ্চিত করুক যে, ওকে ফাঁসিতে ঝোলানো হবেই।
গতকাল পাক সেনার শীর্ষ জেনারেলরাও রাওয়ালপিন্ডির সামরিক সদর কার্য্যালয়ে বৈঠকে বসে সিদ্ধান্ত নেন, এ ধরনের "রাষ্ট্রবিরোধী কার্যকলাপে'র ক্ষেত্রে কোনও 'নরম মনোভাব', 'আপস' চলবে না। বৈঠকে পাক সেনাপ্রধান জেনারেল কামার বাজওয়াও উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, র-এর লোক তকমা মেরে কুলভূষণকে পাকিস্তানে 'অন্তর্ঘাত ঘটানো'র দায়ে দোষী ঠাওরে মৃত্যুদণ্ড দেয় পাক ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল। তাতে সিলমোহর দিয়েছেন খোদ পাক সেনাপ্রধান।
এদিকে নয়াদিল্লির খবর, ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার গৌতম বাম্বাওয়ালে পাক বিদেশসচিব তেহমিনা জাঞ্জুয়ার সঙ্গে দেখা করে কুলভূষণের প্রসঙ্গ তুলতে চলেছেন। সূত্রের খবর, তেরোবার কুলভূষণকে ভারতীয় কনস্যুলেটের লোকজনের সঙ্গে দেখা করার অনুরোধ খারিজ করেছে পাকিস্তান। বাম্বাওয়ালে বিষয়টি তুলবেন। কূটনৈতিক প্রয়াসের পাশাপাশি পাকিস্তানের আইনি কাঠামোর মধ্যে কীভাবে কুলভূষণ বাঁচানো যায়, তাঁর পরিবার কী আবেদন করতে পারে, এই বিষয়গুলিও খতিয়ে দেখছে ভারত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
খুঁটিনাটি
জেলার
Advertisement