ঋণ-খেলাপ মামলায় ধাক্কা বিজয় মাল্যর, ভারতীয় ব্যাঙ্কগুলির দায়ের করা আবেদনে সায়, ইংল্যান্ডে ১০ হাজার কোটি টাকার সম্পত্তি ক্রোকের নির্দেশ সেখানকার উচ্চ আদালতের
লন্ডন: জোর ধাক্কা খেলেন বিজয় মাল্য। ইংল্যান্ডের উচ্চ আদালতে ভারতীয় ব্যাঙ্কের দায়ের করা ১.৫৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ঋণ খেলাপ সংক্রান্ত একটি মামলায় হার হল লিকার ব্যারনের।
ভারতীয় ব্যাঙ্কগুলি থেকে প্রায় সাড়ে ৯ হাজার কোটি টাকা ঋণ নিয়ে তা ফেরত না দিয়ে দেশ ছেড়ে ব্রিটেনে গিয়ে আস্তানা গেড়ে বসেন মাল্য। টাকা ফেরত পাওয়ার জন্য ব্রিটিশ উচ্চ আদালতে মাল্যর বিরুদ্ধে মামলা দায়ের করে ১৩টি ভারতীয় ব্যাঙ্কের একটি কনসর্টিয়াম। ব্যাঙ্কগুলির দাবি ছিল, ঋণের অর্থ উদ্ধার করার জন্য তাদের অনুমতি দেওয়া হোক। এর জন্য বিদেশে লিকার ব্যারনের সম্পত্তি বাজেয়াপ্ত করার অনুমতি চাওয়া হয়।
সেই মামলায় এদিন রায় দেয় ব্রিটেনের উচ্চ আদালত। সেখানে ভারতীয় ব্যাঙ্কগুলির দাবিকে মান্যতা দেওয়া হয়। অনুমতি দেওয়া হয়, যাতে ইংল্যান্ডে মাল্যর সম্পত্তি ক্রোক করে তা থেকে ১.৫৫ বিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১০ হাজার ৩৮০ কোটি টাকা) উদ্ধার করতে পারে ব্যাঙ্কগুলি।
তবে, বিশ্বব্যাপী মাল্যর সম্পত্তি ক্রোক করার অনুমতি দেননি বিচারপতি অ্যান্ড্রু হেনশ। তিনি জানান, কেবলমাত্র ইংল্যান্ড ও ওয়েলসে থাকা মাল্যর সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে ভারতীয় ব্যাঙ্কগুলি।
ইতিমধ্যেই, মাল্যর বিরুদ্ধে ভারতের দায়ের করা প্রতারণা ও আর্থিক তছরুপের একটি মামলা চলছে ইংল্যান্ডের একটি আদালতে। সেই মামলায় জামিনে রয়েছেন লিকার ব্যারন।