এক্সপ্লোর
Advertisement
ছেলের পড়াশোনার জন্য হোয়াইট হাউসে থাকবেন না ট্রাম্পের স্ত্রী মেলানিয়া
নিউ ইয়র্ক: ১০ বছরের ছেলে ব্যারনের পড়াশোনার জন্য তাকে নিয়ে আলাদা থাকতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া। ব্যারনের স্কুলের পাঠ শেষ হলে তবেই তাঁরা পাকাপাকিভাবে হোয়াইট হাউসে থাকতে শুরু করবেন। ততদিন মেলানিয়া ও ব্যারন নিউ ইয়র্কেই থাকবেন। সপ্তাহান্তে তাঁরা হোয়াইট হাউসে যাবেন। মার্কিন সংবাদমাধ্যম সূত্রে এমনই খবর।
ট্রাম্প পরিবারের এক সদস্য বলেছেন, ব্যারনের জন্য যেটা সবচেয়ে ভাল হবে, সেটাই করা হবে। মেলানিয়া আপাতত ছেলেকে নিয়ে একা নিউ ইয়র্কেই থাকতে পারেন। পরবর্তীকালে ওয়াশিংটনে থাকার কথা ভাববেন তাঁরা।
হোয়াইট হাউসে না থাকলেও, প্রেসিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্সের পর প্রশাসনের তৃতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে মেলানিয়ার নামই রয়েছে। ফার্স্ট লেডি এখন নিজের সহযোগী বাছাইয়ের কাজে ব্যস্ত। তিনি ইতিমধ্যেই চিফ অফ স্টাফ, উপদেষ্টা, সচিব বাছাই করে ফেলেছেন। অন্যান্য সহযোগীও বাছাই করা হচ্ছে।
মেলানিয়া ও ব্যারন হোয়াইট হাউসে না থাকলে তিনি কি নিঃসঙ্গ বোধ করবেন? এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, ‘আমি দীর্ঘক্ষণ কাজ করি। তাই কোনও সমস্যা হবে না। ওরা সপ্তাহান্তে হোয়াইট হাউসে আসবে।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
খুঁটিনাটি
জেলার
Advertisement