দুর্ঘটনায় কাঠের নীচে চাপা পড়ে প্রসব গর্ভবতী মহিলার, জখম মহিলার মৃত্যু, বেঁচে গেল শিশু!
ব্রাসিলিয়া: রাখে হরি মারে কে! দুর্ঘটনার জেরে রাস্তাতেই সন্তানের জন্ম দিলেন মহিলা। প্রসবের পর মায়ের মৃত্যু হলেও অলৌকিকভাবে বেঁচে গেল সদ্যোজাত। ঘটনাটি ঘটেছে ব্রাজিলে।
খবরে প্রকাশ, দক্ষিণ-পূর্ব ব্রাজিলের কজাতি শহরে হয়েছে। প্রসঙ্গত, এই শহরটি সাও পাওলো ও কুরিতিবা শহরের মধ্যে অবস্থিত। জানা গিয়েছে, ট্রাকে চেপে কোথাও যাচ্ছিলেন ওই গর্ভবতী মহিলা। সেই সময় আচমকা ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি উল্টে যায়।
ট্রাক উল্টে যাওয়ার সময় মহিলা ছিটকে পড়েন। ট্রাকের মধ্যে কাঠবোঝাই ছিল। সেগুলি গিয়ে পড়ে মহিলার ওপর। দুর্ঘটনায় মহিলার পেটে গভীর চোট লাগে। আচমকা, কাঠের চাপে, তাঁর সন্তান প্রসব হয়ে যায়।
এই পরিস্থিতেত অলৌকিকভাবে, মায়ের শরীরের সঙ্গে যুক্ত থাকা সদ্যোজাতের নাড়ি আপনা-আপনি ছিঁড়ে যায়। শিশুটি মায়ের সঙ্গে আলাদা হয়ে কয়েক মিটার দূরে চলে যায়। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার। অথচ, শিশুটির শরীরে একটিও আঁচড় লাগেনি।
পরে, স্থানীয় বাসিন্দারা যখন কাঠের নীচ থেকে মহিলার মৃতদেহ উদ্ধার করছিলেন, তাঁরা পাশে একটি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পান। শিশুটি বর্তমানে স্থানীয় হাসপাতালে ভর্তি।