এক্সপ্লোর
চিন সফরে নিজের ওপর তেলচিত্র, গীতার অনুবাদ উপহার পেলেন মোদী

হ্যাংঝৌ: নিজের ওপর তৈরি তেলচিত্র উপহার পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তেলচিত্রটি তৈরি করেছেন নামী চিনা শিল্পী অধ্যাপক শেন শু। জানা গিয়েছে, তেলচিত্রটি তৈরি করতে চারমাস সময় লেগেছে। জি-২০ বৈঠকে যোগ দিতে চিনে রয়েছেন মোদী। সেখানেই তাঁকে এই উপহার দেওয়া হয়। পাশাপাশি, দেওয়া হয়েথে ভগবত গীতা ও স্বামী বিবেকানন্দের বাণীর চিনা অনুবাদ। গতকালই চিনা শহর হ্যাংঝৌতে পৌঁছন মোদী। এদিন পিকিং বিশ্ববিদ্যালয়ে হিন্দির অধ্যাপক ওয়াং ঝিচেংয়ের রচিত ১০টি ভারতীয় প্রাচীন পুঁথির চিনা অনুবাদ তুলে দেওয়া হয় মোদীর হাতে। মোদী প্রাপ্ত উপহারের তালিকায় রয়েছে পতঞ্জলির যোগসূত্র, নারদের ভক্তিসূত্র-র চিনা অনুবাদ প্রমুখ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















