মেয়েকে 'লম্বা করতে' অমানবিক নির্যাতন মায়ের! দিনে ৩ হাজার বার লাফদড়ির কড়া নিদান
লম্বা হওয়ার এমন উদ্ভট নেশায় মেয়ের আর্তিকে অজুহাত হিসেবেই দেখেন মা, এমনটাই দাবি সংবাদমাধ্যমের প্রকাশিত রিপোর্টে
বেজিং: চিনে সকলের উচ্চতাই কম-বেশি খাটোর দিকে। কিন্তু জিনজিয়াং প্রদেশের এক মা অবশ্য তাঁর মেয়েকে 'বেঁটে' করে রাখতে নারাজ। লম্বা বানানোর তাগিদে যে কাজ করেছেন তিনি, তাকে অমানুষিক আখ্যা দিয়েছে নেটমহল। মেয়ের উচ্চতা বাড়ানোর জন্য দিনে ৩ হাজার বার তিনি দড়ি লাফ প্র্যাকটিস করান তিনি।
১৩ বছর মেয়েটি সংবাদমাধ্যমকে জানান যে হাঁটু ব্যথা হলেও তা কর্ণপাত করেন না তাঁর মা। মেয়েটি যদিও তাঁর মায়ের কাছে বেশ কয়েকবার অভিযোগ করেছিল যে তাঁর হাঁটুর জয়েন্টগুলোতে ব্যথা হচ্ছে। কিন্তু মা নাছোড়বান্দা। লম্বা হওয়ার এমন উদ্ভট নেশায় মেয়ের আর্তিকে অজুহাত হিসেবেই দেখেন মা, এমনটাই দাবি সংবাদমাধ্যমের প্রকাশিত রিপোর্টে।
চিনা সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ১৩ বছরের মেয়েকে প্রতিদিন ৩ হাজার বার লাফ দড়ি প্র্যাকটিস করতে হত। মেয়ে তা করতে না চাইলে তাঁকে অলস বলেও তকমা দাগেন মা। মেয়েটির উচ্চতা প্রায় ১.৫৮ মিটার, ওজন ১২০ কিলোগ্রাম। মায়ের দাবি, দৈনন্দিন ব্যায়াম করে মেয়ের অতিরিক্ত ওজন কমানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কোনও চিকিৎসকই সঠিক উপায়ে মেয়ের ওজন কমাতে পারেননি বলেই তাঁর মত। ফলে তিনি নিজেই এই সিদ্ধান্ত নেন।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ না শুনেই মেয়ের লাফ দড়ির সময়সূচী তৈরি করেছিলেন মা। প্রাথমিকভাবে তা ১০০০ বার থাকলেও, পরবর্তীতে সে সংখ্যা বৃদ্ধি করে ৩ হাজার বার করেন।