এক্সপ্লোর
Advertisement
এক আধজন নন, মঙ্গলে যেতে আগ্রহী এক লাখ তিরিশ হাজারের বেশি ভারতীয়!
নয়াদিল্লি: আগামী বছর মঙ্গল গ্রহে যাওয়ার জন্য গোটা বিশ্বে আবেদনপত্র চেয়েছে নাসা। ১ লাখ তিরিশ হাজারের বেশি আবেদন জমা পড়েছে ভারত থেকে।
গত মাসে নাসা সাধারণ মানুষের জন্য এই আবেদন করার রাস্তা খুলে দিয়েছে। না, নিজে সশরীরে যাওয়ার কথা হচ্ছে না, আগ্রহীরা তাঁদের নাম মঙ্গলে পাঠিয়েছেন এই মিশনের মাধ্যমে। যাঁরা আবেদন করেছেন তাঁরা পেয়েছেন মিশনের অনলাইন বোর্ডিং পাস।
সকলের নাম ইলেকট্রিক বিমের মাধ্যমে তুলে নেওয়া হচ্ছে একটি সিলিকন ওয়েফার মাইক্রোচিপে। এর ফলে মানুষের চুলের হাজারের এক ভাগ ব্যাসে লেখা হতে থাকবে। এই চিপ বরাবর থেকে যাবে মঙ্গলে।
আগামী বছর ৫ মে ইনসাইট মিশনের মাধ্যমে লাল গ্রহে রওনা দেবে এই চিপ। গোটা বিশ্ব থেকে এই মঙ্গলে নাম রেখে আসার প্রকল্পে আবেদন জমা পড়েছে ২,৪২৯,৮০৭টি। সব থেকে বেশি আবেদন এসেছে আমেরিকা থেকে, ৬,৭৬,৭৭৩টি। তারপর চিন- ২,৬২,৭৫২। তৃতীয় স্থানে ভারত। এখান থেকে আবেদনপত্র জমা পড়েছে ১,৩৮,৮৯৯টি।
প্রকল্পটির নাম সেন্ড ইওর নেম টু মার্স। নাসার জেট প্রপালসন ল্যাবরেটরি জানিয়েছে, এর আগেও বড় বড় নাসা প্রকল্পে এমন ছোটখাটো মজার ব্যবস্থা রাখা হয়েছে। সাধারণ মানুষকে মহাকাশ নিয়ে আগ্রহী করে তোলার জন্য এই প্রচেষ্টা।
কী ভাবছেন, আপনিও আবেদন করবেন? সে গুড়ে বালি। আবেদনপত্র নেওয়া গত সপ্তাহেই শেষ হয়ে গিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement