এক্সপ্লোর
Advertisement
মোদিকে ভিডিওতে সাপ-কুমীর দেখিয়ে হুমকি, বিপাকে পাকিস্তানি গায়িকা, হতে পারে জেল-জরিমানা
দোষী সাব্যস্ত হলে রাবির ৫ বছর পর্যন্ত জেল, জরিমানা হতে পারে। যদিও গায়িকার দাবি, ওই সাপ-কুমীরবাহিনীর মালিক তিনি নন, ভিডিও করার জন্য ওদের ভাড়া করেছিলেন তিনি।
ইসলামাবাদ: কাশ্মীর ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভিডিওতে সাপ, কুমীর দেখিয়ে হুমকি দিয়ে বিপাকে পাকিস্তানি গায়িকা রাবি পিরজাদা। প্রকাশ্যে সাপের সঙ্গে পোজ দেওয়ায় তাঁর জরিমানা হতে পারে। পাক মিডিয়ার খবর, বেআইনিভাবে সাপ-কুমীর হেফাজতে রাখায় রাবির কাছে জরিমানা চেয়ে নোটিস পাঠাতে চলেছে সংশ্লিষ্ট দপ্তর।
চলতি মাসে এর আগে নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিওতে কাশ্মীর প্রসঙ্গ তুলে ভারতের প্রধানমন্ত্রীকে হুমকি দিতে শোনা গিয়েছে রাবিকে। ভিডিওতে দেখা যাচ্ছে, হাতে ধরা একটি সাপ দেখিয়ে তিনি বলছেন, এইসব উপহার আপনার জন্য প্রধানমন্ত্রী মোদি। আমার এই বন্ধুরা আপনাকে গিলে ভোজন সারবে। এক কাশ্মীরি মহিলা ও তাঁর সর্পকূল ভারতের মোকাবিলায় তৈরি বলে ভিডিওর শুরুতে রাবিকে বলতে শোনা গিয়েছে। দেখা গিয়েছে, টেবিলের ওপর পড়ে আছে অনেক সাপ, কুমীর।
Listen to my each word , I clearly answered what happened,
مودی کا جو یار ہے وہ غدار ہے۔
Why am i being questioned on the video of threat to Modi after it got viral?I would’ve respected Wildlife if they would’ve done this before.
Video👇🏻https://t.co/nwQLvu9rwj#chotisibaat pic.twitter.com/GoaWsyAZgn
— Rabi Pirzada (@Rabipirzada) September 15, 2019
Rabi wants to gift Modi poisonous snakes https://t.co/LgfX22iAOG
— Rabi Pirzada (@Rabipirzada) September 7, 2019
দোষী সাব্যস্ত হলে রাবির ৫ বছর পর্যন্ত জেল, জরিমানা হতে পারে। যদিও গায়িকার দাবি, ওই সাপ-কুমীরবাহিনীর মালিক তিনি নন, ভিডিও করার জন্য ওদের ভাড়া করেছিলেন তিনি।
তবে শাস্তির মুখে পড়ে ক্ষুব্ধ রাবি আরেকটি ভিডিওতে বলেছেন, গত ৫ বছরে এইসব সাপ নিয়ে বেশ কয়েকটি টিভি চ্যানেলে এসেছি। কিন্তু তখন কেউ ব্যবস্থা নেওয়ার কথা বলেনি। যে-ই নরেন্দ্র মোদিকে সাবধান করলাম, অমনি শাস্তির মুখে পড়লাম। এটা দুর্ভাগ্যজনক।
কারও নাম না করে রাবি জানিয়েছেন, এসব ঘটনা থেকে তিনি বিশ্বাস করতে বাধ্য হচ্ছেন যে, ‘বিশ্বাসঘাতক পাকিস্তানিদের’ চেয়ে ভারতীয়রা অনেক ভাল। বন্যজীবন, বন্যপ্রাণ দপ্তর এমন এক বিশ্বাসঘাতক। কখনও ভারতীয়দের সমালোচনা আমি করি না। শুধু মোদি আমার টার্গেট। পাকিস্তানকে ভালবাসতে না পারুন, অন্তত নিজের দেশের সঙ্গে প্রতারণা করবেন না।
যদিও এখনও বন্যপ্রাণী সংক্রান্ত দপ্তরের কোনও লিখিত নোটিস পাননি বলে জানিয়েছেন রাবি। এও জানিয়েছেন, নোটিস পাওয়ার পর প্রয়োজনীয় আইনি পদক্ষেপের কথা ভাববেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
Advertisement