এক্সপ্লোর
Advertisement
নিয়্ন্ত্রণ রেখায় ভারতীয় সেনার আঘাত: 'মিথ্যা', বলল পাকিস্তান
ইসলামাবাদ:ভারতীয় সেনাবাহিনী সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে, স্বীকার করতে চায়নি। মঙ্গলবার ভারতীয় সেনার নওশেরা সেক্টরে পাকিস্তানি চৌকি ধ্বংস করে দেওয়ার ঘোষণাও মিথ্যা বলে উড়িয়ে দিল ইসলামাবাদ।
মঙ্গলবার ভারতীয় সেনাবাহিনী বিবৃতি দিয়ে জানায়, সীমান্তে পাকিস্তান সেনাবাহিনী লাগাতার গোলাগুলি চালিয়ে অনুপ্রবেশে মদত দিয়ে চলেছে। পাল্টা জবাবে নওশেরা সেক্টরে নিয়ন্ত্রণ রেখার ওপারে পাক চৌকি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। দাবির স্বপক্ষে ভিডিও পেশ করেন ভারতীয় সেনাবাহিনীর অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল পাবলিক ইনফর্মেশন মেজর জেনারেল অশোক নারুলা।
কিন্তু ট্যুইট করে পাক সেনার ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস-এর ডিজি মেজর জেনারেল আসিফ গফুর বলেন, ভারতের নওশেরা সেক্টরে নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি চৌকি ধ্বংস করা ও নিরীহ মানুষের পাক সেনার গুলিচালনার দাবি একেবারে মিথ্যা।
PR275/17
Indian claims of destroying Pakistani post along LOC in Naushera Sec and firing by Pak Army on civilians across LOC are false.
— Maj Gen Asif Ghafoor (@OfficialDGISPR) May 23, 2017
ভারতীয় সেনার প্রচার শাখার প্রধান মেজর জেনারেল নারুলা বলেন, নওশেরায় অ্যাকশনে পাকিস্তানি ফাঁড়ি, চৌকির প্রভূত ক্ষয়ক্ষতি হয়েছে।
একটি সূত্রে বলা হয়েছে, নিয়ন্ত্রণ রেখায় পাক সেনার হাতে দুই ভারতীয় জওয়ানের মাথা কাটা যাওয়ার কয়েকদিনের মধ্যেই নওশেরায় প্রত্যাঘাত করে ভারতীয় সেনা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement