হোলিতে হিন্দুদের শুভেচ্ছা বার্তা পাক প্রধানমন্ত্রী ইমরান খানের
নয়াদিল্লি: বসন্ত এসে গেছে। শীত বিদায়ের একেবারে অন্তিন লগ্নে দ্বারে দ্বারে কড়া নাড়ছে রঙের উত্সবও। ঋতুরাজকে বরণ করতে সবরকম প্রস্তুতিই প্রায় সারা হয়ে গেছে। ভারত, বাংলাদেশ তো বটেই রঙের উত্সবে নিজেদের সামিল করতে প্রস্তুতি নিয়েছে প্রতিবেশী দেশ পাকিস্তানও। স্বদেশের আকাশ যখন পলাশের দখলে চলে গিয়েছে, বাতাসে যখন আবিরের ছড়াছড়ি তখন সীমান্ত পেরিয়ে ইসলামাবাদেও উত্সবের মেজাজ। আর সেই উত্সব শুরুর প্রারম্ভে ট্যুইট করে হোলির উদ্বোধনী বার্তা দিয়ে দিলেন খোদ পাক প্রধানমন্ত্রী ইমরান খান।
পাকিস্তানের ২০ কোটি জনতার প্রায় ৪ শতাংশ হিন্দু। সেই ৮ লাখ হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে হোলির শুভেচ্ছা বার্তা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান। বুধবার নিজের ট্যুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, “আমাদের সকল হিন্দু সম্প্রদায়ের মানুষকে হোলির শুভেচ্ছা, শান্তিপূর্ণভাবেই কাটুক রঙের উত্সব।”
Wishing our Hindu community a very happy and peaceful Holi, the festival of colours.
— Imran Khan (@ImranKhanPTI) March 20, 2019
পাকিস্তান পিপলস পার্টির তরফে চেয়ারপার্সন বিলাবল ভুট্টো জারদারিও ট্যুইটে হোলি উত্সবের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। তিনি লেখেন, “আমার হিন্দু ভাই বোনদের হোলির শুভেচ্ছা। এই আনন্দের উত্সবে শান্তি ও সুখ ছড়িয়ে দিন।”