এক্সপ্লোর
Advertisement
(Source: Poll of Polls)
ট্রাম্পের সঙ্গে দেখা করবেন দু’বার, পাক প্রধানমন্ত্রী ইমরানের মার্কিন সফর জুড়ে থাকবে কাশ্মীর
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দু’ বার দেখা করবেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এই নিয়ে দ্বিতীয়বার তাঁদের দেখা হবে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।
ইসলমাবাদ: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দু’ বার দেখা করবেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এই নিয়ে দ্বিতীয়বার তাঁদের দেখা হবে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। চলতি মাসের শেষের দিকে ওয়াশিংটনে আসবেন পাক প্রধানমন্ত্রী। ওই সময় তিনি রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার অধিবেশনেও ভাষণ দেবেন।
পাক প্রধানমন্ত্রী দ্বিতীয়বার আমেরিকা যাচ্ছেন। গত জুলাইতে ট্রাম্পের সঙ্গে মুখোমুখি বৈঠক হয়েছিল তাঁর। সফরসূচী অনুযায়ী, ইমরান নিউইয়র্কে আসবেন রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার অধিবেশনে যোগ দিতে। ২৭ জুন এখানে তিনি ভাষণ দেবেন। জানা গেছে, ইমরান প্রথমে মধ্যাহ্নভোজে ট্রাম্পের সঙ্গে দেখা করবেন। পরে হাই-টির সময়ও তাঁদের দেখা হবে।
আগামী মার্কিন সফরেও ইমরানের কর্মসূচী জুড়ে থাকবে কাশ্মীর। এই ইস্যুটি নিয়ে আন্তর্জাতিক মহলে ভারতের বিরুদ্ধে হাওয়া গরম করার মরিয়া চেষ্টা তিনি চালাবেন বলে মনে করা হচ্ছে । এজন্য বিশ্বের বিভিন্ন নেতাদের সঙ্গে কথা বলবেন।
মার্কিন সফরের আগে ইমরানের সৌদি আরবে যাবেন। সেখানে সৌদি রাজতন্ত্রের শীর্ষ নেতাদের সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে বলে খবর সূত্রের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ফ্যাক্ট চেক
জেলার
খবর
Advertisement