এক্সপ্লোর
পাকিস্তানের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বলিউডের গান গেয়ে ট্রোলড পাক শিল্পী আতিফ আসলাম

ছবি-ট্যুইটার
নয়াদিল্লি: নিউইয়র্কে চলতি মাসের প্রথমে পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বলিউডের গান গেয়েছিলেন আতিফ আসলাম। আর এই জন্য সোশ্যাল মিডিয়ায় আক্রমণের মুখে পড়তে হল এই পাকিস্তানি শিল্পীকে।
অনুষ্ঠানে আতিফ বলিউডের ‘আজব প্রেম কি গজব কহানি’ সিনেমার জনপ্রিয় ‘তেরা হোনে লাগা হুঁ’ গানটি অনুষ্ঠানে গেয়েছিলেন। ২০০৯-এ সিনেমার এই গানটির জন্যই ভারত ও পাকিস্তান-উভয় দেশের সমাদর সমাদর পেয়েছিলেন আতিফ।
এবার সেই গানটি গাওয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী পাক নাগরিকদের একাংশের তীব্র সমালোচনার মুখে পড়লেন আতিফ। ট্রোলাররা তাঁর দেশপ্রেম নিয়েও প্রশ্ন তুলতে ছাড়েননি।
একজন এ জন্য আতিফের ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।
অন্যজন তাঁকে দেশ ছেড়ে প্রতিবেশী দেশে চলে যাওয়ার কথা বলেছেন।
এই বিতর্কে আতিফের পাশে দাঁড়িয়েছেন অন্য এক পাক শিল্পী শাফকাত আমানত আলি। তিনিও বলিউডের বেশ কয়েকটি গানে কন্ঠ দিয়েছেন। আলি বলেছেন, সংগীত ভারতীয় বা পাকিস্তানি হয় না। এটা নিছকই সংগীত। গায়কদের পরিচয় তাঁর গানেই, যে গান সমস্ত দেশের শ্রোতারাই সমান ভালোবাসেন।
সোশ্যাল মিডিয়ায় একাংশ তাঁর সমালোচনা করলেও কেউ কেউ পাশে দাঁড়িয়েছেন আতিফের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
POWERED BY
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খবর
খেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
