এক্সপ্লোর
জিনপিংয়ের আমন্ত্রণে দু’দিনের চিন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ফাইল ছবি
বেজিং: চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে দু’দিনের সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ মাসের ২৭ ও ২৮ তারিখ তিনি চিনের উহানে থাকবেন। এই সফরে চিনা প্রেসিডেন্টের সঙ্গে ঘরোয়া বৈঠক করবেন মোদী। তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর এই নিয়ে চতুর্থবার চিনে যাচ্ছেন।
EAM @SushmaSwaraj : Prime Minister of India @narendramodi will visit China on 27 & 28 April for an Informal Summit with President of China Xi Jinping in the city of Wuhan. pic.twitter.com/SUs2VSAVDO
— Raveesh Kumar (@MEAIndia) April 22, 2018
আজ চিন সফররত ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই বলেছেন, ‘দু’দেশের রাষ্ট্রপ্রধানের এই ঘরোয়া বৈঠক যাতে সফল হয় এবং ভারত-চিন সম্পর্কের ক্ষেত্রে নতুন দিশা দেখাতে পারে, সেটা আমরা নিশ্চিত করব। ভারত-চিন সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন জিনপিং ও মোদী।’ EAM @SushmaSwaraj concluding her Press Statement wishing Foreign Minister of China Wang Yi all success for SCO Foreign Ministers Meeting on 24th April. pic.twitter.com/F1Noz4YFjv
— Raveesh Kumar (@MEAIndia) April 22, 2018
সুষমা বলেছেন, ‘এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। দুই রাষ্ট্রনেতা দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করবেন।’ খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন




















