এক্সপ্লোর
Advertisement
দমন নীতির প্রতিবাদ, পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভ
ইসলামাবাদ: পাকিস্তান যখন ঘটা করে কাশ্মীর দিবস পালন করছে, বিচ্ছিন্নতাবাদীদের মদত দিচ্ছে, ঠিক তখনই উল্টো ছবি পাক অধিকৃত কাশ্মীরে। সেখানকার মানুষ পাক সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন। তাঁদের অভিযোগ, আইএসআই ও প্রশাসনের মাধ্যমে সাধারণ মানুষের উপর অত্যাচার চালাচ্ছে পাক সরকার। সাধারণ মানুষের কোনও অধিকার বা স্বাধীনতা নেই। প্রশাসনে ছড়ি ঘোরাচ্ছে আইএসআই।
আজ কাশ্মীর দিবস পালন করছে ইসলামাবাদ। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দাবি করছেন, কাশ্মীর সমস্যা রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে সবচেয়ে পুরনো বিবাদ। কাশ্মীর সমস্যার সমাধান না হলে এই অঞ্চলের উন্নতি হবে না।
পাক প্রধানমন্ত্রীর বিদেশ সংক্রান্ত পরামর্শদাতা সরতাজ আজিজের দাবি, হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যু কাশ্মীরের টার্নিং পয়েন্ট। কাশ্মীরের মানুষের পাশে থাকার বার্তা দিয়ে একটি গানও প্রকাশ করেছে পাক সেনাবাহিনী।
কিন্তু এরই মধ্যে পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভ পাক সরকারের অস্বস্তি বাড়িয়েছে। সেখানকার মানুষের দাবি, যাঁরা পাক সরকারের নীতির সঙ্গে একমত নন, তাঁদের উপর অত্যাচার করা হয়। সাধারণ মানুষের মত প্রকাশের অধিকার নেই। সারা বিশ্বের সামনে পাকিস্তানের স্বরূপ প্রকাশ করে দেওয়ার জন্য সাংবাদিক, ব্লগার, মানবাধিকার কর্মীদের আক্রমণের মুখে পড়তে হচ্ছে। গিলগিট বালতিস্তানেও একই অবস্থা। সেখানেও সম্প্রতি বেশ কয়েকজন সাংবাদিক সরকারের রোষে পড়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement