এক্সপ্লোর
পোষ্য সারমেয়দের সঙ্গে খারাপ আচরণ, হলিউড তারকাদের সঙ্গে নিয়ে প্রতিবাদে সামিল প্রিয়ঙ্কা

লস অ্যাঞ্জেলস: প্রিয়ঙ্কা চোপড়া শুধু ক্যামেরার সামনেই অসাধারণ নন, তিনি ব্যক্তি জীবনে মানুষ হিসেবেও অনবদ্য। এবার হলিউড অভিনেতা টম হার্ডি এবং ক্যাসে অ্যাফলেকদের সঙ্গে সামিল হয়ে তিনি বিশ্বজুড়ে পোষ্য সারমেয়দের প্রতি তাদের প্রভুরা যে খারাপ আচরণ করেন, সেই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন। পেটা জীবজন্তুদের অধিকারের পক্ষে সক্রিয় এক সংগঠন। এই সংগঠনের প্রিয়ঙ্কা হলেন অন্যতম তারকা প্রচারক। সেখানেই প্রিয়ঙ্কা দুঃখপ্রকাশ করে বলেন, আমি যদি বৃদ্ধ, অসমর্থ হয়ে যাই, যথাসাধ্য চেষ্টা করেও ঘুরে দাঁড়াতে না পারি, তাহলে আমাকে যন্ত্রণায় কাতরাতে হবে। ওই কষ্টকর অবস্থাতে পড়ে থাকতে হবে অবহেলায়। এরপরই তিনি বলেন, পোষ্য সারমেয় যারা তাদের প্রভুদের জন্যে অনেক কিছু করেও, শেষবেলায় এসে এভাবে অবহেলায় পড়ে থাকে, তাদের জন্যে তিনি সমব্যথী। পেটা-র ওই ভিডিওটির শুরুতে দেখা যাচ্ছে একটি কুকুরকে ঠান্ডার মধ্যে চেন দিয়ে বেঁধে তার প্রভুরা বাইরে ফেলে রেখে দিয়েছে। এরপরই টমের গলায় শোনা যাচ্ছে, কুকুরটি যেন বলছে, যেদিন আমায় প্রথম এনেছিলে, তখন কী কোনওদিন ভেবেছিলে এভাবে ঠান্ডায় ফেলে রেখে দেবে আমাকে। আর যদি এতটাই অবহেলা আমার প্রাপ্য, তাহলে আমাকে আনলে কেন? এই বিষয়ে আরও বেশ কয়েকজন হলিউড তারকাও প্রতিবাদ করেছেন, সামিল হয়েছেন সারমেয়দের স্বার্থরক্ষার্তে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















