এক্সপ্লোর
সার্জিক্যাল স্ট্রাইকের প্রতিবাদ, পাকিস্তানে নিষিদ্ধ ভারতীয় সিনেমা প্রদর্শন

ইসলামাবাদ: পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের প্রেক্ষিতে বলিউডের সিনেমা প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা জারি করল পাক সিনেমা হল সংগঠন। খবরে প্রকাশ, পাকিস্তানের অন্যতম বৃহত্তম সিনেমা অপারেটর্স চেন -- সুপার সিনেমা তাদের ফেসবুক পেজে জানিয়ে দিয়েছে, তারা কোনও ভারতীয় ছবি দেখাবে না। সুপার সিনেমা জানিয়েছে, পাক সেনা ও অভিনেতাদের প্রতি সহমর্মিতায় অবিলম্বে অনির্দিষ্টকালের জন্য ভারতীয় ছবি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানের আরও দুই মুভি অপারেটর—করাচির ন্যুপ্লেক্স সিনেমা এবং অ্যাট্রিয়াম সিনেমাও ভারতীয় ছবি প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। ন্যুপ্লেক্স জানিয়েছে, পাকিস্তানি সশস্ত্র বাহিনীর সঙ্গে সহমর্মিতার কারণে তারা সব ভারতীয় ছবির প্রচার বন্ধ করছে। ন্যুপ্লেক্স ও অ্যাট্রিয়াম তাদের সব হলে অমিতাভ বচ্চন অভিনীত ‘পিঙ্ক’ ছবির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এর আগে উরিকাণ্ডের পরই বলিউডে কর্মরত পাক অভিনেতাদের ভারত ছাড়ার নির্দেশ দেয় রাজ ঠাকরের নেতৃত্বাধীন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। এরপরই, এদেশে কাজ করা পাক অভিনেতা ও কলাকূশলীদের ওপর নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নেয় ভারতীয় চলচ্চিত্র প্রযোজক সংগঠন (ইমপা)। তবে, এমএনএস-এর এই হুলিয়ার বিরুদ্ধে মুখ খোলেন সেফ আলি খান, কর্ণ জোহরের মতো চলচ্চিত্র জগতের মহারথীরা। কিন্তু, সীমান্ত পারে পাক সিনেমা হল সংগঠন যখন ভারতীয় ছবি প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে, তখন কোনও প্রতিবাদ ওঠেনি সেদেশে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















