Russia Ukraine War : হাজারখানেক মানুষের আশ্রয় মারিউপোলে থিয়েটারে অবিরাম গোলাবর্ষণ রুশ সেনার, মৃত্যুমিছিল
Russia Ukraine War Update : মারিউপোলের একটি সুইমিং পুলেও গোলাবর্ষণ হয়। শিশুদের নিয়ে মহিলারা সেখানে আশ্রয় নিয়েছিলেন বলে জানা গিয়েছে।
কিভ : যুদ্ধের ২২তম দিনেও ইউক্রেনে রুশ হামলা অব্যাহত। এরই মধ্যে বুধবার রাশিয়াকে ইউক্রেনে ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সামরিক তৎপরতা বন্ধ করতে নির্দেশ দিল ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস (ICJ) । অথচ যুদ্ধ থামবার নামই নেই। রাশিয়ান আগ্রাসন চলছেই। ইউক্রেনে মৃত্যুমিছিল থামার নামই নেই।
ইউক্রেনের বিদেশ মন্ত্রালয় সূত্রে খবর, মারিউপোলের একটি থিয়েটার হলে অবিরাম গোলাবর্ষণ করেছে রুুশ সেনা। রুশ হামলার হাত থেকে বাঁচতে ওই থিয়েটার হলে আশ্রয় নিয়েছিলেন হাজারখানেক মানুষ। ধ্বংসস্তূপের নিচে বহু মানুষের চাপা পড়ে আছেন। বেশ কয়েকজন মারা গিয়েছেন বলে আশঙ্কা । মারিউপোলের একটি সুইমিং পুলেও গোলাবর্ষণ হয়। শিশুদের নিয়ে মহিলারা সেখানে আশ্রয় নিয়েছিলেন বলে জানা গিয়েছে। খারকিভে ফুড ডিপোয় রুশ গোলায় আগুন ধরে যায়।
ইউক্রেনের বিদেশমন্ত্রক জানিয়েছে, বুধবার রাশিয়ান বাহিনী ইউক্রেনের বন্দর শহর মারিউপোলের একটি থিয়েটারে একটি শক্তিশালী বোমা ফেলেছে। যেখানে কয়েকশ সাধারণ নাগরিক বুধবার আশ্রয় নিচ্ছিল। মন্ত্রালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, অনেক লোক থিয়েটারে আটকা পড়ে রয়েছে। হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি। রয়টার্স স্বাধীনভাবে তথ্য যাচাই করতে পারেনি।
রাশিয়া যদিও সাধারণ নাগরিককে টার্গেট করার কথা অস্বীকার করেছে।
এই পরিস্থিতিতে জো বাইডেন তীব্র নিন্দা করলেন পুতিনের। মস্কো কিভের উপর আক্রমণ শুরু করার পর প্রথমবার, মার্কিন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে "যুদ্ধাপরাধী" বলে উল্লেখ করলেন। বুধবার (১৬ মার্চ) হোয়াইট হাউসে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বাইডেন এ মন্তব্য করেন বলে বিবিসি সূত্রে খবর। রুশ আগ্রাশনের নিন্দা করে বাইডেন বলেন, "ইউক্রেনে ভয়াবহ ধ্বংসলীলা চলছে। ''
পরের পর রুশ হামলায় রাজধানী কিভ ভুতুড়ে শহরের চেহারা নিয়েছে। জারি হয়েছে কার্ফু। এর পাশাপাশি, ইউক্রেনের দাবি, গতকাল মুক্তি পেয়েছেন মেলিটোপোলের মেয়র। এর আগে রুশ সেনারা মেয়রকে অপহরণ করেছে বলে অভিযোগ করে ইউক্রেন। একটি ভিডিও বার্তায় মেলিটোপোলের মেয়রকে জেলেনস্কির সঙ্গে কথা বলতেও দেখা যায়।