Russia-Ukraine Crisis: ইউক্রেনের অস্ত্রভাণ্ডার ধ্বংস করতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার রাশিয়ার
ইউক্রেনের (Ukraine) মারিউপোলে (Mariupol) রাশিয়ার (Rassia) হামলায় ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে। অবরুদ্ধ লক্ষাধিক নাগরিক। এরই মধ্যে রাশিয়ার (Russia) বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তুলেছে ইউক্রেন।
মারিউপোল: ২৫ দিন ধরে ইউক্রেনে লাগাতার হামলা চালাচ্ছে রাশিয়া (Rassia)। এবার রাশিয়ার টার্গেট ইউক্রেনের অস্ত্রভাণ্ডার। ইউক্রেনের অস্ত্রভাণ্ডার ধ্বংস করতে এই প্রথম ইউক্রেনে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কিনঝল ব্যবহার রাশিয়ার। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর ধ্বংসস্তূপে পরিণত হওয়া মারিউপোলের থিয়েটার ভবনে হাজারের বেশি মানুষ আটকে পড়েছেন । তাঁদের বের করার জন্য উদ্ধারকাজ চলছে । মারিউপোলের রাস্তায় রাস্তায় চলছে ইউক্রেন বাহিনীর সঙ্গে রাশিয়ার সেনার লড়াই। সংঘর্ষের জন্য উদ্ধারকাজও ব্যাহত হচ্ছে ।
ইউক্রেনের (Ukraine) মারিউপোলে (Mariupol) রাশিয়ার (Rassia) হামলায় ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে। অবরুদ্ধ লক্ষাধিক নাগরিক। এরই মধ্যে রাশিয়ার (Russia) বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তুলেছে ইউক্রেন। ভলোদিমির জেলেনস্কি (Vladimir Putin)) সরকারের অভিযোগ, মারিউপোলের (Mariupol) বাসিন্দাদের একাংশকে পুতিনের সেনা জোর করে রাশিয়ার ভিতরে অজ্ঞাত জায়গায় নিয়ে গিয়েছে। সেখানে তাঁদের চরম দুর্দশার মধ্যে বন্দি করে রাখা হয়েছে বলে অভিযোগ তুলেছে ইউক্রেন (Ukraine)। যদিও তা অস্বীকার করেছে রাশিয়া (Rassia)। মস্কোর দাবি, মারিউপোলের বাসিন্দারা স্বেচ্ছায় শহর ছেড়ে চলে যাচ্ছেন।
মারিউপোল (Mariupol) থেকে যাঁরা বেরোতে পেরেছেন, তাঁদেরও অধিকৃত এলাকায় রাশিয়ার সেনা জোর করে আটকে রেখেছে বলে অভিযোগ। এমনকী, ইউক্রেনের ওই বাসিন্দাদের খাবার ও জল দেওয়াও হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
মারিউপোলে স্কুলবাড়িতে তৈরি শরণার্থী শিবিরে বোমাবর্ষণ। শরণার্থী শিবিরে ৪০০ জন আশ্রয় নিয়েছিলেন বলে জানায় ইউক্রেন। রুশ হামলায় এখনও পর্যন্ত ১১৫ জন শিশুর মৃত্যু হয়েছে ববে দাবি ইউক্রেনের। গুরুতর আহত আরও ১৪০ জন শিশু। কিভ, খারকিভে লাগাতার গোলাবর্ষণ চালাচ্ছে রাশিয়া। শুধু কিভেই এখনও পর্যন্ত ২২৮ জনের মৃত্যু হয়েছে। রুশ হামলায় ধ্বংস হয়েছে ৪০টি বাড়ি, ৬টি স্কুল, ৪টি কিন্ডারগার্টেন। রুশ বাহিনীকে রুখতে রেল ব্রিজ উড়িয়েছে ইউক্রেনীয় সেনা।