(Source: Poll of Polls)
Russia-Ukraine Crisis: যুদ্ধের মধ্যেই আলোচনার দরজা খোলার চেষ্টা ইউক্রেন ও রাশিয়ার, সময় ও স্থান নিয়ে চলছে কথা
Russia-Ukraine Crisis:ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির মুখপাত্র সেরগেই নিকিফোরেব সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে, আক্রমণ শুরু হওয়ার পর থেকে কূটনীতির জন্য আশার প্রথম ঝলক দেখা গিয়েছে।
নয়াদিল্লি: চলতি যুদ্ধের মধ্যেই আলোচনার দরজা খোলার চেষ্টা করছে রাশিয়া ও ইউক্রেন। সংবাদসংস্থার খবর এমনই। বিবদমান দুটি দেশই আলোচনার রাস্তা খোলার ইঙ্গিত দিয়েছে। অন্যদিকে, গত কয়েক দশকের সবচেয়ে গুরুতর ইউরোপের নিরাপত্তা সংক্রান্ত চলতি সংকটের মধ্যে রুশ সেনার অগ্রগতি প্রতিরোধ করতে ও রাজধানীকে রক্ষা করতে কিভের আধিকারিকরা দেশের নাগরিকদের কাছে সাহায্যের আর্জি জানিয়েছে। উল্লেখ্য, ইউক্রেনে রুশ আক্রমণ অব্যাহত রয়েছে। এরইমধ্যে ইউক্রেন ও রাশিয়া আলোচনার জন্য সময় ও স্থান নিয়ে কথাবার্তা চালাচ্ছে বলে সংবাদসংস্থা সূত্রের খবর।
Ukraine and Russia are discussing a place and time for talks, President Zelenskiy's spokesman said, adding that Ukraine is 'ready to talk about a ceasefire and peace': Reuters
— ANI (@ANI) February 25, 2022
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির মুখপাত্র সেরগেই নিকিফোরেব সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে, আক্রমণ শুরু হওয়ার পর থেকে কূটনীতির জন্য আশার প্রথম ঝলক দেখা গিয়েছে। ফেসবুকে একটি পোস্টে সেরগেই নিকিফোরেব বলেছেন, ইউক্রেন যুদ্ধবিরতি ও শান্তির ব্যাপারে আলোচনা করতে প্রস্তুত ছিল ও থাকবে। মুখপাত্র আরও জানিয়েছেন, ইউক্রেন ও রাশিয়া আলোচনার জন্য স্থান ও সময় নিয়ে কথাবার্তা বলছে।
এরইমধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি একটি ভিডিও জারি করে বলেছেন, এই সংকটের সময় তিনি দেশেই রয়েছেন। শুধু তাই নয়, তাঁর পরিবারও দেশেই রয়েছে। ভিডিও জারি করে প্রেসিডেন্ট বলেছেন, আমরা এখানেই আছি। আমরা কিভেই রয়েছি। আমরা ইউক্রেনকে রক্ষা করছি।
এর আগে একটি ভিডিওতে তিনি বলেছিলেন যে, রুশ বাহিনীর প্রথম নিশানায় রয়েছেন তিনি। জেলেনস্কি বলেন, আমি ইউক্রেনেই রয়েছি। আমার পরিবারও ইউক্রেনেই রয়েছে। আমার সন্তানরাও দেশেই রয়েছে। আমরা বিশ্বাসঘাতক নই, ইউক্রেনের নাগরিক। আমি জানতে পেরেছি যে, শত্রুপক্ষের প্রথম নিশানা আমি, এবং এরপরই রয়েছে আমার পরিবার।
এরইমধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দুই দেশের প্রেসিডেন্টদের মধ্যে নিষেধাজ্ঞা ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে কথা হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, বাইডেন ও জেলেনস্কির মধ্যে আধ ঘণ্টা কথা হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন, সুদৃঢ় প্রতিরক্ষা সহায়তা ও আমেরিকা রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে যুদ্ধবিরোধী জোট নিয়ে আলোচনা হয়েছে।