Sanath Jaysurya : 'খুব তাড়াতাড়ি জয়ী হব আমরা' শ্রীলঙ্কায় বিক্ষোভকারীদের সঙ্গে পথে নামলেন সনৎ জয়সূর্য
Sri Lanka Crisis : রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভ, পুলিশের কাঁদানে গ্যাস, লাঠিচার্জ। শ্রীলঙ্কার এক সাংসদকে রাস্তায় টেনে হিঁচড়ে বিক্ষোভকারীদের মার। রাষ্ট্রপতি ভবনে ঢুকে বিক্ষোভকারীদের তাণ্ডব।
কলম্বো : ৩ মাস পেরোতে না পেরোতেই ফের অশান্ত শ্রীলঙ্কা, দেশ ছেড়ে পালালেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির বেডরুম থেকে স্যুইমিং পুল-দখলে নিয়ে বিক্ষোভকারীদের তাণ্ডব। গোতাবায়া রাজাপক্ষে পালানোর পরেই রাষ্ট্রপতি ভবনে ঢুকে পড়ল হাজার হাজার বিক্ষোভকারী। রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভ, পুলিশের কাঁদানে গ্যাস, লাঠিচার্জ। শ্রীলঙ্কার এক সাংসদকে রাস্তায় টেনে হিঁচড়ে বিক্ষোভকারীদের মার। রাষ্ট্রপতি ভবনে ঢুকে বিক্ষোভকারীদের তাণ্ডব, পালালেন রাষ্ট্রপতি।
সংসদের জরুরি অধিবেশন ডাকতে স্পিকারকে অনুরোধ প্রধানমন্ত্রীর। বিক্ষোভকারীদের সঙ্গে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার সনৎ জয়সূর্য। তিনি ট্যুইটারে বিক্ষোভে সামিল হওয়ার ছবিও পোস্ট করেছেন। পাশাপাশি শ্রীলঙ্কার প্রাক্তন বিশ্বখ্যাত ক্রিকেটার লিখেছেন, 'সবসময় শ্রীলঙ্কার মানুষের সঙ্গে রয়েছি। খুব তাড়াতাড়ি জয়ী হব আমরা। শান্তি-শৃঙ্খলা বজায় রেখে প্রতিবাদ জানানোর আবেদন জানাচ্ছি।' পাশাপাশি গোতাবায়া রাজাপক্ষেকে পদত্যাগের কথাও জানিয়েছেন তিনি।
Ialways stand with the People of Sri Lanka. And will celebrate victory soon. This should be continue without any violation. #Gohomegota#අරගලයටජය pic.twitter.com/q7AtqLObyn
— Sanath Jayasuriya (@Sanath07) July 9, 2022
প্রসঙ্গত, অর্থনৈতিক বিপর্যয়ের জেরে ফের অশান্ত শ্রীলঙ্কা । অর্থনৈতিক সঙ্কট, তেল-গ্যাসের অভাবে বিপর্যস্ত শ্রীলঙ্কায় ফের বিক্ষোভ। মাহিন্দা রাজাপক্ষের পর এবার পালালেন গোতাবায়া রাজাপক্ষেও।
শ্রীলঙ্কায় এই মুহূর্তে জ্বালানি নেই, বিদ্যুৎ নেই, নেই খাবার, নেই ওষুধও। ভয়াবহ আর্থিক বিপর্যয়ের মধ্যে রয়েছে শ্রীলঙ্কা। আর্থিক বিপর্যয়ের ধাক্কায় সমস্যা পড়াশোনাতেও। বন্ধ হয়ে গিয়েছে স্কুল। প্রবল অর্থকষ্টে পড়েছে শ্রীলঙ্কা-জুড়ে থাকা থাকা একাধিক অনাথ আশ্রমও। কোথাও খাবার নেই, কোথাও আবার আধপেটা খেয়ে দিন কাটছে ওই শিশুদের। শ্রীলঙ্কার বিদেশি মুদ্রার ভাণ্ডারও (Foreign Currency) কার্যত শেষ। নতুন করে কেউ ধার দিতে চাইছে না। ফলে জ্বালানি কিনতে পারছে না শ্রীলঙ্কা। তার প্রভাবেই মুখ থুবড়ে পড়েছে স্বাভাবিক কর্মকাণ্ড। প্রধানমন্ত্রী বদল হলেও পরিস্থিতির বিশেষ বদল এখনও হয়নি।
আরও পড়ুন- অগ্নিগর্ভ শ্রীলঙ্কা, রাষ্ট্রপতির বাসভবন ঘিরে তুমুল বিক্ষোভ, পালালেন রাষ্ট্রপতি