এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
‘আমি দুঃখিত, কিন্তু আমার কী করার আছে!' করোনা আক্রান্তের মৃত্যুর সংখ্যা নিয়ে মন্তব্য প্রেসিডেন্ট বোলসোনারোর
কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে চিনের থেকেও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন ব্রাজিলে। সংখ্যাটা ৫০০০। একদিনে ৪৭৪ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে সেদেশে। যখন করোনা আতঙ্কে কাঁপছে গোটা ব্রাজিল, তখন রেকর্ডসংখ্যক মৃত্যুর পরও হেলদোল নেই ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর। সংবাদসংস্থাকে তিনি বললেন, 'আমি দুঃখিত। কিন্তু এর জন্য আপনারা আমায় কী করতে বলছেন?'
নয়াদিল্লি: কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে চিনের থেকেও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন ব্রাজিলে। সংখ্যাটা ৫০০০। একদিনে ৪৭৪ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে সেদেশে। যখন করোনা আতঙ্কে কাঁপছে গোটা ব্রাজিল, তখন রেকর্ডসংখ্যক মৃত্যুর পরও হেলদোল নেই ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর। সংবাদসংস্থাকে তিনি বললেন, 'আমি দুঃখিত। কিন্তু এর জন্য আপনারা আমায় কী করতে বলছেন?'
প্রেসিডেন্টের এই বক্তব্যে ক্ষুদ্ধ ব্রাজিলবাসী। সেখানকার সংবাদমাধ্যমে ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যার পাশেই বড় করে ছেপে দেওয়া হয়েছে এই বক্তব্য। বিরোধী দলনেতা মার্সেলো ফ্রেইশো প্রতিবাদ করে টুইটারে লেখেন, 'বোলসোনারো একজন খারাপ প্রেসিডেন্ট, ভণ্ড রাজনীতিবিদ।'
বোলসোনারো সংবাদমাধ্যমকে আরও বলেন, আমার নামের মতো আমার কোনও অলৌকিক কাজ করার ক্ষমতা নেই। কিন্তু এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরেই কটাক্ষ করেন সাংবাদিক থেকে গায়ক, চিত্রনাট্যকার ও অন্যান্যরা। নান্দো মৌড়া লেখেন, 'ইনি দেশনায়ক!' সাংবাদিক সনিয়া ব্রাদির মন্তব্য, 'অত্যন্ত দুঃখের বিষয়।'
গত ২৬ ফেব্রুয়ারি ব্রাজিলে প্রথম করোনা ভাইরাসের কেস ধরা পড়ে। এরপর থেকেই বারবার বোলসোনারো করোনাকে 'গণ উন্মাদনা' বলে ব্যাখ্যা করেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
খবর
জেলার
বিজ্ঞান
Advertisement