এক্সপ্লোর
সারা জীবনের সঞ্চয় গিলে ফেললেন সিরিয়ার এই শরণার্থী!

ছবি: পিক্সাবে
আমস্টারডম: সিরীয়রা জানেন না, কালকের সকালটা দেখবেন কিনা। গৃহযুদ্ধ বিধ্বস্ত, প্রতি মুহূর্তে ধ্বংস হতে থাকা দেশে প্রাণ বাঁচানোটাই তাঁদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। কিন্তু কোনওক্রমে পালিয়ে যদি বিদেশে যাওয়াও যায়, সেখানে তো টিকে থাকতে হবে! কী করে সঙ্গে নিয়ে যাওয়া যাবে তিলে তিলে জমানো টাকাকড়িগুলো? প্রশ্নের কোনও উত্তর না পেয়ে মরিয়া এক সিরীয় অদ্ভুত কাণ্ড করলেন। সারা জীবনের সঞ্চয় নোটগুলো গিলে ফেললেন তিনি। রবারের বাক্স সহ। কিন্তু ৩২ বছরের ওই যুবক যখন দেশ ছেড়ে ইউরোপের পথে, তখন রাস্তায় তাঁর প্রচণ্ড পেটে ব্যথা শুরু হয়, সঙ্গে বমি, গা গোলানো। বাধ্য হয়ে তাঁকে যেতে হয় নেদারল্যান্ডসে এক চিকিৎসকের কাছে। পেট কেটে ডাক্তাররা বার করেন বাক্স ভরা ২৬টা কাগজের নোট। ওই শরণার্থী জানিয়েছেন, তাঁর ভয় ছিল, তাঁর টাকা কেড়ে নেবেন অন্য শরণার্থীরা। তাই এতদিনের জমানো ১,৮০৭ ডলার গিলে ফেলেন তিনি যাতে দরকারে ব্যবহার করতে পারেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















