এক্সপ্লোর
ভিডিওতে দেখুন ছাত্রীকে চড় মারায় শিক্ষিকাকে পাল্টা থাপ্পড়, তারপর কী হল দেখুন

নয়াদিল্লি: অনেক সময়ই শোনা যায় ছাত্র-ছাত্রীদের টুকলিতে বাধা দেওয়ায় প্রহৃত হতে হচ্ছে শিক্ষিক-শিক্ষিকাদের। এবার ক্লাসের মধ্যে এক ছাত্রীকে শাসন করতে এক শিক্ষিকা চড় মারে তাকে। এর পাল্টা সেই ছাত্রী আবার ওই শিক্ষিকাকে থাপ্পড় মেরে দেয়। তবে সেখানেই থামেনি ঘটনাটি। এরপর শিক্ষিকা-ছাত্রীর মধ্যে কার্যত হাতাহাতি শুরু হয়ে যায়। পরে ক্লাসের অন্য ছাত্রীরা এসে তাদের আলাদা করে। দেখুন ভিডিওতে সেই ঘটনাটি
চিনের সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ওয়েবোতে প্রথম এই ভিডিওটি দেখা যায়। প্রসঙ্গত, ক্লাসের মধ্যে অভব্য আচরণের জন্যে ওই শিক্ষিকা ছাত্রীকে বকাবকি করেছিলেন। কিন্তু শিক্ষিকাকে ওই ছাত্রী উস্কে দেয়, যাতে তিনি বাধ্য হন তার ওপর হাত তুলতে। এরপরই সকলকে চমকে দিয়ে শিক্ষিকার গায়ে পাল্টা হাত তোলে ওই ছাত্রী। তবে ঘটনাটি চিনেই ঘটেছে কিনা সেবিষয়ে কোনও সঠিক তথ্য পাওয়া যায়নি। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















