এক্সপ্লোর
Advertisement
আমেরিকায় টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্তে আদালতের স্থগিতাদেশ
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিক টক অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। ওয়াশিংটনের এক ফেডারেল জজ ওই চিনা অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ জারি করলেন।
ওয়াশিংটন: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিক টক অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। ওয়াশিংটনের এক ফেডারেল জজ ওই চিনা অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ জারি করলেন। নিরাপত্তার কারণ দেখিয়ে ট্রাম্প ওই অ্যাপ নিষিদ্ধ করার কথা ঘোষণা করেছিলেন। ট্রাম্প প্রশাসনের তরফে বলা হয়েছিল, রবিবার থেকে অ্যাপল এবং গুগল প্লে স্টোর থেকে টিক টক অ্যাপ ডাউনলোড করা যাবে না।
এর আগে দেশের নিরাপত্তা সংক্রান্ত কারণে ট্রাম্প টিকটক নিষিদ্ধ করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, টিকটক এর মাধ্যমে তথ্য পাচার করা হচ্ছে। সেই তথ্য পৌঁছে যাচ্ছে চিনে। চিনা কমিউনিস্ট পার্টি সেই তথ্যগুলি কাজে লাগাতে পারে। ফলে জাতীয় নিরাপত্তা সুরক্ষিত করতে ভারতের পথে হাঁটছে মার্কিন প্রশাসন। জনপ্রিয় এই অ্যাপ নিষেধাজ্ঞা ঘোষণা করা নিয়ে চিনের প্রতিক্রিয়া ছিল যে, সাময়িক ভাবে এই নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দিয়েছে মার্কিন আদালত। যদিও বিশেষজ্ঞরা মনে করেন, দেশের নিরাপত্তা সুরক্ষিত করতে মার্কিন অধিগ্রহণ রুখতে পদক্ষেপ করবে চিন।
আমেরিকায় টিক টকের ১০০ মিলিয়ন ব্যবহারকারী রয়েছে। ফলে একাংশের মতে এই বৃহৎ অংশের কথা মাথায় রেখে ট্রাম্পকে বলতে হয়েছিল, যে টিক-টক সিদ্ধান্ত নেওয়ার জন্য ওয়ালমার্ট এবং ওরাকলের সঙ্গে তিনি আলোচনা করেছেন। টিক-টক চিনা সংস্থা বাইটড্যান্সের একটি অ্যাপ্লিকেশন।
ফলে মার্কিন জজের এই পদক্ষেপের পরে মার্কিন প্রশাসন চিনা অ্যাপ নিয়ে কী অবস্থান নেয় সেটাই দেখার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement