এক্সপ্লোর
Advertisement
নীরব আমেরিকায়? নিশ্চিত করতে পারবে না, জানাল ওয়াশিংটন
ওয়াশিংটন: সংবাদমাধ্যমে নীরব মোদী আমেরিকায় আছেন বলে যে খবর বেরিয়েছে, তাঁদের সেটা জানা থাকলেও তার সত্যতা নিশ্চিত করতে পারছেন না বলে জানিয়ে দিলেন মার্কিন বিদেশমন্ত্রকের মুখপাত্র।
মিডিয়ার খবর, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতিতে অভিযুক্ত ভারত থেকে পালিয়ে যাওয়া হিরে ব্যবসায়ী নীরব এখন নিউইয়র্কে রয়েছেন।
বিদেশমন্ত্রক নীরবকে খুঁজে বের করার ব্যাপারে ভারত সরকারকে কোনও সহায়তা দিচ্ছে কিনা, জানতে চাওয়া হলে মুখপাত্রটি বলেন, নীরব মোদীর বিরুদ্ধে তদন্তের ব্যাপারে ভারত সরকারকে আইনি সহায়তা সংক্রান্ত প্রশ্নের উত্তর পেতে ন্যয়বিচার মন্ত্রকে আপনাদের যোগাযোগ করতে বলব। যদিও সেই মন্ত্রকও নীরব সম্পর্কে কিছু বলতে অস্বীকার করেছে।
নীরব ও তাঁর মামা মেহুল চোকসি ও অন্যদের বিরুদ্ধে ভারতে তদন্ত চলছে একাধিক এজেন্সির। পিএনবি তাঁদের বিরুদ্ধে কয়েকজন ব্যাঙ্ককর্মীর যোগসাজশে ১২০০০ কোটি টাকা প্রতারণার অভিযোগ এনেছে। পিএনবির ব্র্যাডি হাউস শাখা থেকে জাল লেটার্স অব আন্ডারটেকিং বের করে তার জোরে বিদেশে অন্যান্য ঋণদানকারী ব্যাঙ্ক থেকে লোন নিয়ে শোধ করেননি তাঁরা। এই মামলায় দুটি করে এফআইআর দায়ের করেছে সিবিআই ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
সিবিআই পিএনবি-র কাছ থেকে জালিয়াতির অভিযোগ পাওয়ার অনেকদিন আগেই জানুয়ারির গোড়ায় চম্পট দেন নীরব, গীতাঞ্জলি জেমস-এর মালিক চোকসি। নীরবের পরিবারের লোকজনও দেশ ছাড়েন।
সিবিআই নীরবকে তদন্তে যোগ দিতে বললেও তিনি বিদেশে ব্যবসা দেখাশোনা করতে হচ্ছে, এই কারণ দেখিয়ে দেশে ফিরতে অস্বীকার করেছেন। তাঁকে সিবিআই বলেছে, তিনি যে দেশে রয়েছেন, সেখানকার ভারতীয় দূতাবাসে যোগাযোগ করুন, যাতে তাঁর দেশে ফেরার আয়োজন করা যায়।
স্থল, জলপথ, বিমানবন্দর দিয়ে দেশে ওঁরা ঢুকছেন কিনা, নজর রাখতে লুকআউট সার্কুলার বা ব্লু কর্নার নোটিসও জারি হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement