![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Vladimir Putin: "পুতিনকে হত্যা করতে পারবেন এমন কেউ আছেন?" বিস্ফোরক মার্কিন সেনেটর
US Senator Vladimir Putin Assassination: তিনি একটি টুইটও করেন। সেখানে তিনি লেখেন, "এটি ঠিক করতে পারে এমন একমাত্র লোকেরা হলেন রাশিয়ান জনগণ। "
![Vladimir Putin: US Senator Calls For russian President Vladimir Putin Assassination Vladimir Putin:](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/04/451a1a29adcb7c6c57fe8518e786cebf_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়া দিল্লি: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘হত্যা’ করা রাশিয়ার জন্য এবং বিশ্বের জন্য ‘একটি মহান কাজ’ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সিনেটর লিন্ডসে গ্রাহাম। তিনি ওই টক শো-তেই বলেন, "‘রাশিয়াতে কি নির্মম কেউ আছেন? রুশ বাহিনীতে কি সফল কর্নেল স্টাফেনবার্গের (হিটলারকে হত্যাকারী) মতো কেউ আছে? যুদ্ধ যুদ্ধ খেলা শেষ করার একমাত্র উপায় ওই লোকটাকে (পুতিন) সরিয়ে দেওয়া। যদি কেউ এটা করতে পারেন, সেটি আপনার দেশ এবং বিশ্বের জন্য মহান কাজ বলে বিবেচিত হবে।’
এরপর তিনি একটি টুইটও করেন। সেখানে তিনি লেখেন, "এটি ঠিক করতে পারে এমন একমাত্র লোকেরা হলেন রাশিয়ান জনগণ। " রোমান শাসক জুলিয়াস সিজারের হত্যাকারীদের একজনের কথা উল্লেখ করে তিনি বলেন, "রাশিয়ায় কি ব্রুটাস আছেন কেউ?" বার্কলের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক স্টিভেন ফিশ বলেন, পুতিনকে হত্যা করলে সমস্যার সমাধান আসবে না। যদি আমেরিকা তাকে হত্যা করে, তবে দেশের মাটিতে তিনি শহীদ হিসেবে আখ্যায়িত হবেন।
আরও পড়ুন, রুশ নিশানায় ইউক্রেনের একাধিক শহর, আকাশপথেই হামলার ছক
গ্রাহাম লেখেন, ‘এটা শুধু রাশিয়াতে অবস্থান করা দেশটির নাগরিকদের প্রতি আহ্বান। বলা হয়তো অনেক সহজ, কিন্তু করা কঠিন। যদি তুমি অন্ধকারাচ্ছন্ন সমাজে জীবন কাটাতে চাও, সেটা ভিন্ন কথা। তবে দারিদ্র্যতা কাটাতে এবং অন্ধকার দূর করতে, তাকে (পুতিনকে) সরানো উচিত।’
এই ধরণের উস্কানিমূলক টুইট করায় লিন্ডসে গ্রাহামকে সমালোচনা করেছেন অনেকে। রিটুইট করে জন ম্যাককার্টার নামে একজন লিখেছেন, ‘আমার মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি দেশের সিনিয়র সিনেটর হয়ে আপনার এমন মন্তব্য করা উচিত নয়, যা বিশ্বকে আরও সঙ্কটে ফেলে দেবে।’
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)