এক্সপ্লোর
মৃত মায়ের সঙ্গে ফ্ল্যাটে একা বেশ কয়েকদিন থাকার পর উদ্ধার তিন বছরের শিশু

ফাইল ছবি
ইস্ট হার্টফোর্ড, কানেক্টিকাট: তিন বছরে ছোট্ট মেয়েটা ভেবেছিল, মা ঘুমিয়ে আছে। বাড়িতে টিভি চলছিল। কখনও টিভি দেখেছে, কখনও কেঁদেকেটে মাকে ঘুম থেকে তোলার চেষ্টা করেছে। কিন্তু মা ওঠেনি। অগত্যা মেঝেয় পড়ে থাকা খাবারের কনা কুড়িয়েই পেট ভরানোর চেষ্টা করেছে। শেষপর্যন্ত এক সামাজিক প্রকল্পের কর্মী ফ্ল্যাটে এসে দেখেন, বাড়িতে ওই শিশুটি ছাড়া আর কারুর সাড়া পাওয়া যাচ্ছে না। দরজা খুলে দেখতে পান, শিশুটির মায়ের প্রাণহীন দেহ পড়ে রয়েছে বিছানায়।আমেরিকার ইস্ট হার্টফোর্ডে গত সোমবার ৩৭ বছর বয়সী ওই মহিলার দেহ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। শিশুটিকে একা একা ঠিক কতগুলি দিন মৃত মায়ের সঙ্গে কাটাতে হয়েছে, তা তদন্তকারীরা নিশ্চিত করে বলতে পারছেন না। তবে তাঁরা বলছেন, বেশ কয়েকটা দিন তাকে ওই অবস্থায় কাটাতে হয়েছিল। মৃত মহিলা ও তাঁর শিশুর পরিচয় জানানো হয়নি। ওই মহিলাকে কেউ খুন করে গেছে, এমন কোনও প্রমাণ পুলিশ পায়নি। তবে মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে, মহিলার মৃত্যু কীভাবে হয়েছে। শিশুটি কয়েকদিন ধরেই ডে কেয়ার সেন্টারে আসছে না দেখে খোঁজ নিতে গিয়েছিলেন সামাজিক প্রকল্পের ওই কর্মী। শিশুটিকে একটি মেডিক্যাল সেন্টারে চিকিত্সার জন্য নিয়ে যাওয়া হয়েছে। সে সম্পূর্ণ সুস্থ। তবে কিছুটা শুকিয়ে গিয়েছে। এক প্রতিবেশী বলেছেন, ওই মহিলা ও তাঁর শিশুটির অ্যাপার্টমেন্টে গত সপ্তাহ থেকেই খুব জোরে টেলিভিশনের আওয়াজ আসছিল। তিনি শিশুটিকে কাঁদতে ও চিত্কার করতেও শুনেছেন। তিনি ভেবেছিলেন, মেয়েটিকে হয়ত বকাঝকা করা হয়েছে।অন্য কোনও কিছু সন্দেহজনক তাঁর মনে হয়নি। ওই প্রতিবেশী আরও বলেছেন, ওই মহিলার মৃতদেহ উদ্ধারের পর আমার খুব খারাপ লাগছে। নিজেকে কিছুটা দায়ী মনে হচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















