এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
গোখরোর কামড় খেয়েও নাচ, অবশেষে মঞ্চেই লুটিয়ে পড়ে মৃত্যু পপ তারকার
![গোখরোর কামড় খেয়েও নাচ, অবশেষে মঞ্চেই লুটিয়ে পড়ে মৃত্যু পপ তারকার Watch Popstar Carries On Performance Despite Being Bitten By Cobra Collapses Dies On Stage গোখরোর কামড় খেয়েও নাচ, অবশেষে মঞ্চেই লুটিয়ে পড়ে মৃত্যু পপ তারকার](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/04/07124042/cobra-biting-270x202.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
জাভা: নাচ করতে করতে গোখরোর কামড় পপ তারকায় পায়ে। কিন্তু তারপরও প্রায় পঁয়তাল্লিশ মিনিট মঞ্চে পারফর্ম করলেন তারকা। অবশেষে মঞ্চেই লুটিয়ে পড়ে মৃত্যু হল তাঁর। ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা-র কারাওয়াং নামের একটি গ্রামে।
একটি ভিডিওতে রেকর্ড করে রাখা হয়েছে ঘটনাটি। ২৯ বছরের ইর্মা বুল, মঞ্চে পারফর্ম করার সময়ই এই বিষাক্ত সাপের কামড় খান। জানা গিয়েছে এই সাপটির নাম রিয়ানতি, পপ তারকার পায়ের ওপরের অংশে কামড় বসিয়ে ছিল। সাপটিকে যতক্ষণে সরানো হয়েছে, তত্ক্ষণে তার বিষ ছড়িয়ে পড়েছে তারকার রক্তে। তবে এই শিল্পী আগেও তাঁর পারফর্ম্যান্সের সময় সাপ ব্যবহার করেছেন বলে জানা গিয়েছে।
এই ঘটনার পরও শিল্পী ৪৫ মিনিট মঞ্চে পারফর্ম করেন।কিন্তু তারপরই তাঁর বমি শুরু হয়ে যায়। তখন তাঁকে হাসপাতালে নিয়ে গেলে, সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকেরা।
প্রসঙ্গত বিষাক্ত এই কিং কোবরা ভারত, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং দক্ষিণ চিনে পাওয়া যায়। এরা দৈর্ঘ্যে প্রায় ১৮ ফুট লম্বা। উল্লেখ্য এই সাপের এক কামড়ে একটা হাতির মৃত্যু হতে পারে বা কুড়ি জন মানুষের প্রাণহানি হতে পারে।
ভিডিওতে দেখুন সেই ঘটনাটি
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)