ট্রাম্পের নিষিদ্ধ তালিকায় এবার পাকিস্তান, ইঙ্গিত হোয়াইট হাউসের
ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশিত শরণার্থী নিষেধাজ্ঞা তালিকায় জুড়তে পারে পাকিস্তানের নাম। হোয়াইট হাউস সূত্রে এমনটাই খবর।
এদিন হোয়াইট হাউসের প্রেস সচিব শন স্পাইসারকে এদিন প্রশ্ন করা হয়, কেন ট্রাম্পের তালিকায় পাকিস্তান নেই? উত্তরে তিনি জানান, হয়ত করা হবে।
সম্প্রতি, সাত মুসলিম-প্রধান রাষ্ট্র—ইরান, ইরাক, সিরিয়া, সুদান, সোমালিয়া, লিবিয়া ও ইয়েমেন থেকে শরণার্থীদের মার্কিন মুলুকে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাম্প প্রশাসন।
এরপরই, হোয়াইট হাউসে বারবার এই প্রশ্ন তাড়া করে বেড়াচ্ছে যে, কেন এই তালিকায় পাকিস্তান, আফগানিস্তান ও সৌদি আরব নেই?
জবাবে পাকিস্তানের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা জারি হতে পারে বলে মত পোষণ করেছিলেন হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ রিন্স প্রাইবাস। তিনি বলেছিলেন, পাকিস্তানের নামও এই তালিকায় যুক্ত হতে পারে।
এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিলাওয়াল আলি ভুট্টো জানান, যে কোনও দেশের ওপর এই নিষেধাজ্ঞা জারি হওয়া মানে একটা খারাপ প্রভাব পড়া। পাকিস্তানের ক্ষেত্রে একই সিদ্ধান্ত নেওয়া হলে, ফল মারাত্মক হতে পারে।