World Corona Update : ছড়াচ্ছে ওমিক্রন, সোমবার কোভিডের দৈনিক সংক্রমণে বিশ্বে রেকর্ড
World Corona Hits Record : বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫৪ লক্ষ ৬ হাজার ১১ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২৮ কোটি ১৩ লক্ষ ১৩ হাজার ৫৯৭।
নয়াদিল্লি: ভয়ঙ্কর হারে ছড়াচ্ছে করোনা (coronavirus)। তারই মধ্যে সোমবার সারা বিশ্বে করোনার দৈনিক সংক্রমণ (daily corona cases) শিখর স্পর্শ করল। বিশ্বের বিরাট অংশ ব্যাপী চলছে ক্রিসমাস সেলিব্রেশন (Christmas Celebration)। বিশ্বের বিভিন্ন দেশেই ভ্যাকসিনের দুটি ডোজ দেওয়ার পর বুস্টার দেওয়াও শুরু হয়ে গিয়েছে। সকলে যখন আশা করছিলেন, করোনা এবার বিদায় নেবে, তখনও আবারও বিশ্বজুড়ে করোনা ঝড়।
বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫৪ লক্ষ ৬ হাজার ১১ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২৮ কোটি ১৩ লক্ষ ১৩ হাজার ৫৯৭। এরই মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বেড়ে চলায় বিশ্বে ২ হাজার ৮০০-র বেশি উড়ান বাতিল হয়েছে। ১৪ লক্ষেরও বেশি একদিনে সংক্রমিত হয়েছে করোনায়। ওমিক্রন থাবা ছড়াচ্ছে বিশ্বব্যাপী । অর জেরেই লাফ দিয়ে বেড়েছে দৈনিক সংক্রমণ। বিশেষজ্ঞদের মতো, ভয়াবহ ফল না হলেও সংক্রমণের দিক থেকে বেশ ভয়ানক ওমিক্রন। বলা হচ্ছে, করোনার এই স্ট্রেন ভেঙে ফেলছে প্রতিরোধের বেড়াও।
এখনও পর্যন্ত করা স্টাডি অনুসারে, ওমিক্রন আগের স্ট্রেনের তুলনায় ৭০ গুণ দ্রুত সংক্রামিত হচ্ছে। তবে এর জেরে ভয়ঙ্কর অসুস্থতার ঘটনা ঘটছে কম। চিকিৎসকদের একদলের দাবি, বিশেষ করে যাদের টিকা নেওয়া হয়েছে এবং বুস্টার শট পেয়েছে, তাদের ওমিক্রন আক্রমন করলেও ভয়ঙ্কর ঘায়েল করছে না। যদিও যে হারে ওমিক্রন বাড়ছে, তাতে বাড়াবাড়ি হলে হাসপাতালে জায়গা পাওয়া কঠিন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর যারা টিকা পায়নি, তাদের ক্ষেত্রেও ক্ষতিকর হতে পারে ওমিক্রন। সরকারগুলি ইতিমধ্যে সতর্ক করছে যে, ছুটির মরসুমের পরে সংক্রমণ এবং হাসপাতালে ভর্তির পরিমাণ বেড়ে যেতে পারে।
তবে স্বস্তির কথা এই যে, দৈনিক কোভিড মৃত্যু উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়নি।
আরও পড়ুন :
একদিনে দেশে নতুন করে ওমিক্রন আক্রান্ত ১৩৫, মোট সংখ্যা ছাড়াল ৬০০
ভারতে করোনা গ্রাফ
----------------------
দেশে করোনায় কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩৫৮ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ৫৩১। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৯৩ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩১৫। ওমিক্রন নিয়ে উদ্বেগ ক্রমশই বাড়ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন ৬৫৩ জন। ২১টি রাজ্যে ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )