এক্সপ্লোর
২৩ ক্যারাট সোনা দিয়ে মোড়া, দাম প্রায় ৬ লাখ টাকা, বাজারে এল বিশ্বের সবথেকে দূর্মূল্য চকোলেট

ওবিডোস (পর্তুগাল): এ আমার আপনার ৫, ১০ টাকা দামের পাড়ার দোকানে রাংতায় মোড়া চকোলেট নয়। এই চকোলেটও মোড়া, তবে ২৩ ক্যারাট সোনার পাতে। দাম ৭,৭২৮ ইউরো, ভারতীয় মুদ্রায় প্রায় ৬ লাখ! পর্তুগালের ওবিডোসে আন্তর্জাতিক চকোলেট উৎসবে প্রকাশ্যে এল বিশ্বের এই সবথেকে মহার্ঘ্য চকোলেট। দাম শুনলে মাথা বনবন করে ঘুরতে পারে, হয়তো সে কারণেই নাম রাখা হয়েছে বনবন। আপাতত বনবন বার হয়েছে মাত্র ১০০০টা। এতে জাফরান রয়েছে, রয়েছে হোটাইট ট্রাফল, ম্যাডাগাস্কারের ভ্যানিলা ও গোল্ড ফ্লেক। এটি তৈরি করেছেন ড্যানিয়েল গোমস। বনবন তাঁর ১ বছরেরও বেশি পরিশ্রমের ফসল। এবার শুনুন বনবনকে কীভাবে মোড়া হয়েছে। কালো কাঠের বাক্সে রাখা হচ্ছে, খোদাই রয়েছে সোনার সিরিয়াল নম্বর, ঢাকা দেওয়া স্বচ্ছ আবরণ দিয়ে, যাতে বসানো হাজার হাজার স্বরোভস্কি স্ফটিক ও মুক্ত। তারপর সোনার ফিতে দিয়ে বাঁধা তো রয়েছেই।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















