এক্সপ্লোর
Coronavirus in China: ল্যাবেই কামড়েছিল কোভিড-১৯ আক্রান্ত বাদুড়! স্বীকারোক্তি চিনের বিজ্ঞানীর
Coronavirus Update: ভিডিওতে দেখা যাচ্ছে উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির বিজ্ঞানী জীবিত ভাইরাস নিয়ে কাজ করছেন। অথচ, হাতে গ্লাভস বা মুখে মাস্ক কোনওটাই নেই। পিপিই পরা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে নিয়মবিধি আছে তা লঙ্ঘন করে এই কাজ করছেন তিনি।
![Coronavirus in China: ল্যাবেই কামড়েছিল কোভিড-১৯ আক্রান্ত বাদুড়! স্বীকারোক্তি চিনের বিজ্ঞানীর Wuhan scientists admit to being bitten by COVID-19 infected bats Coronavirus in China: ল্যাবেই কামড়েছিল কোভিড-১৯ আক্রান্ত বাদুড়! স্বীকারোক্তি চিনের বিজ্ঞানীর](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/10/24140106/corona.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ফাইল ছবি
বেজিং: উহানের ল্যাবে কাজ করার সময় কামড়েছিল কোভিড-১৯ আক্রান্ত বাদুড়। এবার তা কার্যত স্বীকার করে নিলেন চিনের এক বিজ্ঞানী। প্রায় দু'বছর আগে বানানো একটি ভিডিওতে তিনি এই কথা জানিয়েছেন। সেই সময় সারা বিশ্ব তো নয়ই, চিনেও ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েনি।
ভিডিওতে দেখা যাচ্ছে উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির বিজ্ঞানী জীবিত ভাইরাস নিয়ে কাজ করছেন। অথচ, হাতে গ্লাভস বা মুখে মাস্ক কোনওটাই নেই। পিপিই পরা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে নিয়মবিধি আছে তা লঙ্ঘন করে এই কাজ করছেন তিনি। ইতিমধ্যে এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। অনেকেই বলছেন, সংশ্লিষ্ট বিজ্ঞানীদের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি।
এদিকে গত এক মাস ধরে চিন বলছে, উহানে ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছিল। কিন্তু কোথা থেকে এবং কীভাবে উৎপত্তি হয়েছে তা জানা আবশ্যিক নয়। উল্লেখ্য, ২০১৯ সালের শেষের দিকে বিশ্বের মধ্যে প্রথম চিনে করোনার হদিশ পাওয়া যায়। এরপর তা ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। আমেরিকা সহ বিশ্বের ক্ষমতাশালী দেশগুলি চিনের দিকে আঙুল তুলতে শুরু করে।
প্রসঙ্গত, দিনকয়েক আগে চিনে গিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা। ভাইরাসে উৎপত্তিস্থল চিনে গিয়ে পর্যবেক্ষণ করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা। ইতিমধ্যে কয়েক দফা বৈঠক করেছেন তাঁরা। প্রাথমিক পর্যবেক্ষণের পর তাঁরা জানিয়েছেন, কোনওদিন করোনা শূন্য হবে না পৃথিবী।
মার্কিন বিদেশ মন্ত্রক দাবি করেছে বারবার তদন্ত আটকে দিয়েছে চিন। আমেরিকার অভিযোগ, ভাইরাসের উৎপত্তিস্থল সম্পর্কে চিনের কমিউনিস্ট পার্টি ভুল তথ্য দিয়েছে। উহানের ওই ল্যাবেই রোগ লুকিয়ে আছে বলে উল্লেখ করেছে তারা। অভিযোগ ওই ল্যাবে গোপনে বিভিন্ন কাজ করা হয়। ধারাবাহিকভাবে ভাইরাস ছড়িয়েছে বলে অভিযোগ। আর এরই মধ্যে সামনে এল ল্যাবের ভিডিও।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
বিনোদনের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)