এক্সপ্লোর
Advertisement
ভারতে লঞ্চ করল শাওমির রেডমি ৯ প্রাইম, জেনে নিন খুঁটিনাটি
ভারতে এই ফোনের দাম ৯,৯৯৯ টাকা, ৬৪জিবি স্টোরেজের জন্য। ১২৮জিবির দাম অবশ্য ১১,৯৯৯ টাকা।
কলকাতা: শাওমি নিয়ে এল রেডমি ৯ প্রাইম স্মার্টফোন। এতে রয়েছে ৪টে রিয়ার ক্যামেরা, মিডিয়াটেকের হেলিও জি৮০ চিপসেট। রয়েছে হাই পারফরম্যান্স হেলিও জি৮০ প্রসেসর ও ৫০২০ এমএএইচ ব্যাটারি। এটি পাওয়া যাবে গাঢ় সবুজ, আকাশী নীল, কালো ও সূর্যোদয়ের রঙে।
ভারতে এই ফোনের দাম ৯,৯৯৯ টাকা, ৬৪জিবি স্টোরেজের জন্য। ১২৮জিবির দাম অবশ্য ১১,৯৯৯ টাকা।
আজ বেলা দশটা থেকে শুরু হয়েছে এই ফোনের বিক্রি। বিক্রি হচ্ছে আমাজনে।
এবার দেখে নিন এই ফোনের আর কিছু বৈশিষ্ট্য-
১২এমপি এআই-এর প্রাইমারি ক্যামেরা, আলট্রা ওয়াইড ১১৮ ডিগ্রি ফিল্ড অফ ভিউ। রয়েছে ৫এমপি ম্যাক্রো লেন্স, যার মাধ্যমে ১০৮০ পি ম্যাক্রো ভিডিও তোলা সম্ভব। সেলফির জন্য ৮এমপি এআই ফ্রন্ট ক্যামেরা, যার ফলে সহজে সেলফি ওঠে, অন্যান্য ছবিও তোলা যায়।
এছাড়া রয়েছে ১৬.৫৮ সেন্টিমিটার ফুল এইচডি+ডিসপ্লে, ২৩৪০X১০৮০ এফএইচডি+রেজোলিউশন, ৪০০ নিট ব্রাইটনেস আর ১৯.৫.৯ অ্যাসপেক্ট রেশিও। রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ৩, যা আচমকা হাত থেকে পড়ে গেলে ভেঙে যাওয়া থেকে বা আঁচড় লাগার থেকে ফোনকে রক্ষা করে। এর ৫,০২০ এমএএইচ ব্যাটারিতে রয়েছে ১৮ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং। একবার চার্জ দিলেই ২ দিন দিব্যি চলে যাবে। দুটি স্টোরেজ ফেসিলিটি রয়েছে ৪জিবি+৬৪জিবি ও ৪জিবি+১২৮জিবি। যদিও ফোনের আসল মেমোরি যতটা বলা হচ্ছে ততটা নাও থাকতে পারে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খবর
Advertisement