Google Most Searched Topics: ২০২৩ সালে ভারতের ইউজাররা গুগলে সবচেয়ে বেশি কী কী খুঁজেছেন? তালিকা প্রকাশ করল সার্চ ইঞ্জিন জায়ান্ট
Google Most Searched Topics in India in 2023: সেরা ১০- এর তালিকায় ৬টি স্থানীয় ওটিটি কনটেন্ট রয়েছে। সেরা তিনে রয়েছে 'ফর্জি', 'অসুর' এবং 'রানা নাইডু'।
Google Most Searched Topics: ২০২৩ সাল শেষ হতে চলেছে আর কিছুদিন পরেই। বছরের শেষ মাস ডিসেম্বরের আর কয়েকদিনই বাকি রয়েছে। আর বছরশেষে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল (Google Most Searched Topics in 2023 in India) একটি তালিকা প্রকাশ করেছে। সেখানে রয়েছে 'মোস্ট সার্চড টপিক' (Most Searched Topics)। ভারতের নিরিখে এই তালিকা তৈরি করা হয়েছে। অর্থাৎ ২০২৩ সাল জুড়ে ভারতে কোন কোন টপিক গুগলে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে সেটাই দেখানো হয়েছে গুগলের প্রকাশিত এই তালিকায়। চলুন এবার একনজরে দেখে নেওয়া যাক এই তালিকায় কোন কোন টপিক বা বিষয় রয়েছে।
২০২৩ সালে গুগলে ভারত থেকে সবচেয়ে বেশি সার্চ হয়েছে কোন কোন বিষয়
গুগলের তরফে জানানো হয়েছে এই তালিকার শীর্ষে রয়েছে চন্দ্রযান- ৩ এবং ChatGPT। চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে চন্দ্রযান- ৩ পাঠিয়েছিল ইসরো। ঐতিহাসিক এই সাফল্যের খবর এবং সেই সংক্রান্ত খুঁটিনাটি তথ্য বারংবার গুগলে খুঁজেছেন ভারতের বাসিন্দারা।
২০২৩ সালে গুগল সার্চে যেসব শব্দ বিশ্ববাসীকে মোহিত করেছে
- জি২০ সামিট- প্রতিবছর এক একটি দেশ এই সামিটের আয়োজন করে। ২০২৩ সালে জি২০ সামিটের অধ্যক্ষতা করেছে ভারত। এই সামিট সংক্রান্ত 'হোয়াট ইজ' সার্চ সবচেয়ে বেশি হয়েছে গুগলে। অর্থাৎ জি২০ সামিট কী, এই ইভেন্টে কী হয়, এই সংক্রান্ত 'হোয়াট ইজ সার্চ' ভাল পরিমাণে হয়েছে গুগলে।
- স্থানীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন ভারতের সাধারণ মানুষ। সেই তালিকায় রয়েছে কর্ণাটক ভোটের ফলাফল। এছাড়াও রয়েছে ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিভিন্ন তথ্যের খোঁজ করা হয়েছে।
- আন্তর্জাতিক তথ্যের ব্যাপারেও খোঁজ করেছেন ভারতের বাসিন্দারা। সেই তালিকায় ইজরায়েলের খবর, তুরস্কের ভূমিকম্প- এইসব তথ্য হয়েছে।
- বিনোদনের জগতে তারকাদের মধ্যে খোঁজা হয়েছে ম্যাথু পেরির নাম। বিখ্যাত ওয়েব সিরিজ 'ফ্রেন্ডস'- এর জনপ্রিয় চরিত্র চ্যান্ডলার বিং- এ অভিনয় করেছিলেন তিনি। অভিনেতার আকস্মিক মৃত্যুতে শোকাহত অনুরাগীরা।
- ২০২৩ সালের দু'টি মর্মান্তিক ঘটনা- মণিপুরের গণধর্ষণ কাণ্ড এবং শিউরে ওঠার মতো ভিডিও ভাইরাল হওয়া। দ্বিতীয় ওড়িশার ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। এই দুই দুর্ঘটনা নিয়েও সার্চ করেছেন ভারতের বাসিন্দারা।
'হাউ টু'- এই প্রশ্নের ভিত্তিতে গুগলের টপ সার্চে কোন কোন বিষয় রয়েছে
এক্ষেত্রে অবশ্য নিজেদের ত্বক এবং চুলের পরিচর্যার বিষয়ে প্রশ্ন করেছেন ভারতের সাধারণ মানুষ। সান ড্যামেজ অর্থাৎ সূর্যের ক্ষতিকারক রশ্মির প্রভাবে ত্বক এবং চুলের যে ক্ষতি হয় তা রুখে দেওয়ার জন্য ঘরোয়া কী কী উপায় রয়েছে তা নিয়ে বিভিন্ন তথ্যের খোঁজ করা হয়েছে। এছাড়াও হালফিলের জনপ্রিয় ব্র্যান্ড জুডিও, জিম, বিউটি পার্লার, ডার্মাটোলজিস্ট- এইসব বিষয়েও সার্চ করেছেন সকলে।
গুগলে 'মোস্ট সার্চিড টপিক'- ক্রিকেট, সিনেমা, খেলাধুলো, ওটিটি কনটেন্ট
- ক্রিকেট বিশ্বকাল এবং ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ নিয়ে সার্চ এবছর সবসময়েই বেশি ছিল। শুভমান গিল এবং রচিন রবীন্দ্র- এই দু'জন ভারতীয় ক্রিকেটারদের মধ্যে গুগল সার্চে শীর্ষে ছিলেন এই বছর। শুধু ভারত নয়, আন্তর্জাতিক স্তরেও এই দুই ক্রিকেটারই জায়গা করে নিয়েছেন।
- মহিলাদের প্রিমিয়াম লিগ এবং মহিলা ক্রিকেট বিশ্বকাপ নিয়েও গুগলে সার্চ হয়েছে প্রচুর।
- ভারতে সিনেমার নিরিখে সার্চের তালিকায় শীর্ষে রয়েছে শাহরুখ খান অভিনীত ছবি জওয়ান। বিশ্বের নিরিখে গুগল সার্চে এই সিনেমা রয়েছে তৃতীয় স্থানে।
- গুগল সার্চের ট্রেন্ডিং সিনেমার তালিকায় রয়েছে সানি দেওয়ালের 'গদর ২' এবং শাহরুখ খানের সিনেমা 'পাঠান'।
- ভারতে ট্রেন্ডিং তারকাদের গুগল সার্চের তালিকায় শীর্ষে রয়েছেন কিয়ারা আডবাণী। আন্তর্জাতিক তারকাদের তালিকাতেও রয়েছে তাঁর নাম।
স্থানীয় ওটিটি কনটেন্ট
সেরা ১০- এর তালিকায় ৬টি স্থানীয় ওটিটি কনটেন্ট রয়েছে। অর্থাৎ ভারতীয় ওটিটি কনটেন্টই 'রাজ' করছে গুগলের মোস্ট সার্চড ওটিটি কনটেন্টের তালিকায়। সেরা তিনে রয়েছে 'ফর্জি', 'অসুর' এবং 'রানা নাইডু'। সোশ্যাল মিডিয়ার মিম নিয়ে ভারতের ইউজাররা গুগলে কোন কোন সবচেয়ে বেশি সার্চ করেছেন সেই তালিকাও প্রকাশ করেছে গুগল কর্তৃপক্ষ। সেই তালিকাত 'ভূপেন্দ্র যোগী মিম', 'সো বিউটিফুল সো এলগেন্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও মিম', সার্বিয়ার গান 'মোয়ে মোয়ে'- এই চারটি মিম দাপট দেখিয়েছে।