এক্সপ্লোর
Advertisement
করোনা থেকে সম্পূর্ণ সেরে উঠলে রক্ত দেবে গোটা পরিবার, বললেন জোয়া মোরানি
জোয়া এক সাক্ষাৎকারে বলেছেন, এ সপ্তাহের শেষেই তাঁরা রক্তদান করবেন। করোনা পরীক্ষা নেগেটিভ আসার ১৪ দিন পর রক্ত দেওয়া যায়, কারণ তখন তাতে অ্যান্টিবডি রয়েছে।
মুম্বই: সদ্য করোনা থেকে সেরে উঠেছেন অভিনেত্রী জোয়া মোরানি, তাঁর বোন ও বাবা। জোয়া জানিয়েছেন, যাঁরা এখন করোনার সঙ্গে লড়ছেন, তাঁদের সাহায্যে তাঁর পরিবার রক্ত দেবে। হৃতিক রোশন, অজয় দেবগণের মত অভিনেতারাও করোনা যুদ্ধে জয়ীদের অনুরোধ করেছেন, তাঁরা যেন রক্তদান করেন, কারণ তাঁদের রক্তে অ্যান্টিবডি রয়েছে।
জোয়া এক সাক্ষাৎকারে বলেছেন, এ সপ্তাহের শেষেই তাঁরা রক্তদান করবেন। করোনা পরীক্ষা নেগেটিভ আসার ১৪ দিন পর রক্ত দেওয়া যায়, কারণ তখন তাতে অ্যান্টিবডি রয়েছে। এতে অন্যরা সুস্থ হয়ে উঠতে পারেন। তাঁর ও তাঁর বোন সাজার কোয়ারান্টাইন পিরিয়ড প্রায় শেষ হয়ে এসেছে, তাঁদের বাবা করিমের আর কয়েকদিন বাকি। তাঁর হৃদরোগের সমস্যা রয়েছে, তাই বাড়ির লোক এখন বেশি সাবধানী।
জোয়া জানিয়েছেন, করোনার লক্ষণ সকলের ক্ষেত্রে এক নয়। তাঁর বাবার কোনও লক্ষণই ছিল না আবার বোনের ছিল প্রচণ্ড মাথার যন্ত্রণা ও জ্বর। তাঁর আবার সবরকম লক্ষণ ছিল, প্রথমে কাশি, তারপর চোখে ব্যথা। ঠিকমত শ্বাস নিতে পারতেন না, বুকের মধ্যে দম আটকে আসত। হাসপাতালে থাকতে ভয় করত তাঁর, যদিও সে কথা বাড়ির কাউকে বলেননি। আইসিইউ-তে ভর্তি অন্য রোগীদের অবস্থা তাঁর থেকে ১০ গুণ খারাপ ছিল, তাঁরা ভেন্টিলেটরে ছিলেন, মুখে পরানো ছিল অক্সিজেন মাস্ক। তাঁদের দিকে তাকিয়ে তিনি নিজেকে বলতেন, তিনি যে এঁদের থেকে ভাল রয়েছেন, তাই কৃতজ্ঞ থাকা উচিত। জানিয়েছেন জোয়া।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement